প্রকৃতির অক্সিজেন ভাণ্ডার তৈরিতে : প্রয়োজন চারাগাছ রোপণ
নয়া ঠাহর প্রতিবেদন, হাইলাকান্দি : বিশ্ব পরিবেশ দিবস ও বনমহোৎসবে এবার হাইলাকান্দি বনবিভাগের উদ্যোগে পাঁচগ্ৰাম রেঞ্জ অফিসার অলক দেব ও কাটাখালের সাব বিট অফিসার সুবিনয় দেব, তাদের সহকর্মীদের নিয়ে কাটাখাল থেকে কালিনগরের রাজপথের পাশে সারি সারি চারাগাছ রোপন করেন এবং সুন্দর বেষ্টনী দিয়ে চারাগাছগুলির সুরক্ষা নিশ্চিত করেন বলে জানা গেছে। উদ্দেশ্য হল, রাস্তার পথচারীদের ছায়া ও প্রাকৃতিক অক্সিজেনের হালকা ভাণ্ডার তৈরি করা। তাছাড়া, এই বনোৎসবকে কেন্দ্র করে তথা অক্সিজেন ভাণ্ডার ভর্তি করতে বিভিন্ন স্কুল কলেজেও চারাগাছ বন্টন করেন বনবিভাগের কর্মীরা। চারাগাছগুলি রক্ষণাবেক্ষণ ও সবুজায়ন রক্ষার স্বার্থে এবং বনবিভাগের এই উদ্দেশ্যটি সফল করতে এলাকার স্থানীয় জনসাধারণ সহ পথচারীদের সহযোগিতা কামনা করেছেন হাইলাকান্দি বনবিভাগের সকল কর্মকর্তারা। এই ধরনের বৃক্ষরোপণ ও শিশুবৃক্ষের সুরক্ষার সহায়তা জন্য বনবিভাগের পাঁচগ্রামের রেঞ্জ অফিসার অলক দেব,কাটাখালের বিট অফিসার সুবিনয় দেব, আব্দুল মনাফ চৌধুরী, ফিরোজ চৌধুরী সহ অন্যান্যরা বিট ও রেঞ্জের প্রথম সারির কর্মীদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান সচেতন পরিবেশ প্রেমীকরা।
কোন মন্তব্য নেই