কবে আরম্ভ হবে ব্ৰহ্মপুত্ৰ খনন কার্য? তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, ২৫ কোটির প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্ৰীর
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : করোনার সঙ্গে রাজ্যে এখন বন্যার ভয়াবহ রূপ। রাজ্যের বিভিন্ন প্ৰান্তে ভেঙে পরছে নদীর ঘাটগুলি। আজ সোমবার জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্তকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল ডিব্ৰুগড়ে বন্যার পরিস্থিতি পরিদর্শন করেন। ড্রেজিং, নদীবাঁধ প্রভৃতি সমস্যা সমাধানের জন্য ২৫ কোটি টাকার একটি প্যাকেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সর্বানন্দ সনোয়াল। এদিকে, বরাক নদীর খনন কাৰ্য শেষ হওয়ার পরেই ব্ৰহ্মপুত্ৰ খননের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী। ইতিমধ্যে ব্ৰহ্মপুত্ৰ খননের জন্য ড্ৰীজার এসে পৌঁছেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী। মুখ্যমন্ত্ৰী বিন্ধাকটার হাইস্কুলের সাহায্য শিবির পরিদৰ্শন করে সেখানেই আশ্ৰয় নিয়েছেন বন্যার পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। এই ভ্ৰমণকালে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে উপস্থিত ছিলেন জলসম্পদ মন্ত্ৰী কেশব মহন্ত, কেন্দ্ৰীয় মন্ত্ৰী রামেশ্বর তেলী ও কয়েকজন বিধায়কও। এদিকে, মুখ্যমন্ত্ৰীর ভ্ৰমণের সময় আসুর তীব্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী চলছিল। ভয়াবহ বন্যা পরিস্থিতি সহ বিভিন্ন সমস্যার স্থায়ী সমধানের সঙ্গে ভূমিহীন পরিবারদের পুনর সংস্থাপনের দাবীতে আসু এই কাৰ্যসূচী পালন করেছে।
কোন মন্তব্য নেই