Header Ads

লকডাউন বিধি না মানলে আবার ৭ দিনের লকডাউন হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার


অমল গুপ্ত, গুয়াহাটি : স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ বলেন, করোনা রুগীদের চরিত্র পাল্টিয়ে গেছে। এখন সিরিয়াস রুগীরা আসতে শুরু করেছে। তিনি বলেন, গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ টি আই সি ইউ আছে। সিরিয়াস রুগীদের রেমডিসিভি মত ওষুধ ব্যবহার করতে হচ্ছে। যা বাজারে পাওয়া যাচ্ছে না। কালোবাজারে চলে গেছে। গুয়াহাটির অবস্থা স্থিতিশীল হলেও ভয় কাটেনি। মানুষ মুখে  মাস্ক পড়ছে না, সামাজিক দূরত্ব মানছে না। নিয়ম না মানলে গুয়াহাটিকে বাঁচানো যাবে না বলে স্বাস্থ্যমন্ত্রী মন্তব্য করেন। তিনি জানান, দুজনকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। একজন ডাক্তার প্লাজমা দান করেছেন। গুয়াহাটি কারাগারে ৫০ জন আক্রান্ত হয়েছে। বলেন, সাধারণ রুগী কম, সেনা-পুলিশ, ব্যারাক, হোস্টেল প্রভৃতি জায়গায় সংক্রমণের হার বেশি। রাজ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন। প্রায় ১৭ হাজার আক্রান্ত হয়েছেন।গতকাল গুয়াহাটি ৪০০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে ৫৮৭৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন হয়ে আছেন। এক ডাক্তারের মৃত্যু হয়েছে আজ। গুয়াহাটি মহানগরে গতকাল রাত থেকে ৭ দিনের জন্য লকডাউন শুরু হয়েছে। শহরে মুদি, ঔষধের দোকান খোলা আছে নির্দিষ্ট সময়, এবার বেকারি, আটার দোকান, ফল, শাক-সব্জির দোকান ও শর্ত মেনে খোলার অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আজ হুঁশিয়ারি দেন লকডাউন বিধি না মানলে আবার ৭ দিনের জন্যে লকডাউন লাগু করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.