ঢাকায় গ্রেফতার জেএমবি-র ৬ সক্রিয় সদস্য
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৯ জুলাইঃ
ঢাকার সাভার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন -বাংলাদেশের ( জেএমবি ) ছয় সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশের রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ।
আটক জঙ্গিরা হল -- রাজশাহীর ওমর ফারুক ওরফে রুবেল ওরফে সানি (২৮) , জামালপুরের হাবিবুর রহমান ওরফে বাদশা (৪৮) , সাইদুর রহমান ( ৫৫) , মাহবুবুর রহমান ওরফে দুদু ( ৫৫) , শফিকুল ইসলাম ওরফে শফিকুল (৩৭) ও গোলাম মোস্তাফা (৫৩)।
রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের তরফে লে. কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, এদের শনিবার রাতে সাভার পৌর এলাকার ভাটপাড়া থেকে আটক করা হয়েছে ।
ঢাকার সাভার থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন -বাংলাদেশের ( জেএমবি ) ছয় সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশের রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ।
আটক জঙ্গিরা হল -- রাজশাহীর ওমর ফারুক ওরফে রুবেল ওরফে সানি (২৮) , জামালপুরের হাবিবুর রহমান ওরফে বাদশা (৪৮) , সাইদুর রহমান ( ৫৫) , মাহবুবুর রহমান ওরফে দুদু ( ৫৫) , শফিকুল ইসলাম ওরফে শফিকুল (৩৭) ও গোলাম মোস্তাফা (৫৩)।
রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের তরফে লে. কর্নেল আশিক বিল্লাহ জানিয়েছেন, এদের শনিবার রাতে সাভার পৌর এলাকার ভাটপাড়া থেকে আটক করা হয়েছে ।
কোন মন্তব্য নেই