মেঘালয়ে করোনার গণ সংক্রমণের আশঙ্কা, রিভোই জেলা কনটেনমেন্ট জোন ঘোষণা
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৯ জুলাইঃ
অসম-মেঘালয় সীমান্ত রিভোই জেলায় অতিমারি করোনার গণ সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তাই গতকাল মেঘালয় সরকার গোটা রিভোই জেলায় কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে।
অসম-মেঘালয় সীমান্ত রিভোই জেলায় অতিমারি করোনার গণ সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। তাই গতকাল মেঘালয় সরকার গোটা রিভোই জেলায় কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে।
ছবি, সৌঃ ইন্টারনেট
এই মর্মে সরকারি স্বাস্থ্য বিভাগের বেঁধে দেওয়া নিয়ম মতে রিভোই জেলার ম্যাজিস্ট্রেট আর এম কুরবা গতকাল একটি নোটিশ জারি করেছেন। খানাপাড়া থেকে শুরু করে, ১৩ মাইল তামুলিকুচি, বর্ণিহাট, বাড়িদুয়া এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সে দিকেই লক্ষ রেখে ২৬ জুলাই পর্যন্ত কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ইন্দিরা গান্ধী রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হেল্থ মেডিক্যাল সায়েন্স- এ করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বিএসএফ জওয়ান এবং অন্যজন মেঘালয়ের বাসিন্দা বলে জানা গেছে।
এখন পর্যন্ত মেঘালয়ে কোভিড আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
কোন মন্তব্য নেই