Header Ads

শিলচর দূরদর্শনকে স্ট্যাটাসকো মেন্টেন করার নির্দেশ

নয়া ঠাহর, শিলচর : 'আন্দোলন ছাড়া এ দুনিয়ায় কিচ্ছুটি আদায় করা যায়না"।  কথাটা একদম সত্যি। আর এটাই আজ আবার প্রমাণিত হলো, উপত্যকার সকল জনসাধারণ সহ উপত্যকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সরব প্রতিবাদে। উল্লেখ্য, বরাক উপত্যকার বিভিন্ন কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে নানা রকম অনুষ্ঠান সম্প্রচার করা হতো শিলচর দূরদর্শন কেন্দ্রের মাধ্যমে। কিন্তু প্রসার ভারতীর অধীনে থাকা নতুন দিল্লীর দূরদর্শন ডিরেক্টর জেনারেল কার্যালয় সম্প্রতি তা বন্ধ করার নির্দেশ দেন। ফলে গতকাল থেকে এই অঞ্চলের কোনো অনুষ্ঠান প্রচার করেনি শিলচর দূরদর্শন কেন্দ্র।  
এনিয়ে উপত্যকাবাসী সহ সাংস্কৃতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব ও বর্তমান সাংসদ ডাঃ রাজদীপ রায় সহ উপত্যকার বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকরকে স্থানীয় অনুষ্ঠানগুলি পুনরায় চালু করার জন্য আবেদন জানিয়ে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। এছাড়া, আজ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের কর্মকর্তারা হাতে প্লে-কার্ড নিয়ে শিলচর দূরদর্শন কেন্দ্রের সামনে এনিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বলেও জানা গেছে। এরই পরিপ্রেক্ষিতে তথা গোটা উপত্যকার মানুষের প্রতিবাদের ফলস্বরূপ শিলচর দূরদর্শনকে পুনরায় স্ট্যাটাসকো মেন্টেন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিশেষ সূত্রে খবরটি প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.