Header Ads

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের ন্যাশনাল রেজিস্টার তৈরির দাবিতে দিল্লিতে মিছিল


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বর্তমানে গণতন্ত্রের ফোর্থ পিলার সাংবাদিকদের উপর ক্রমাগত আক্রমণ চলছে। কোনো প্রতিবাদ নেই।  সংবাদপত্র গোষ্ঠীর মালিক পক্ষ করোনা উদ্ভূত জটিল পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে সাংবাদিক ছাঁটাই, বেতন কর্তন থেকে শুরু করে সব ধরণের কু-কার্যে লিপ্ত হয়েছে। ভারতের এক নম্বর সংবাদপত্র বলে দাবি করা আনন্দবাজার থেকে শুরু করে অসম, কলকাতার অধিকাংশ সংবাদপত্রের সাংবাদিকদের অবস্থা শোচনীয়। মালিক গোষ্ঠীর নয়। তৃণমূল, বিজেপি, কংগ্রেস কোনো দলের সরকারের দুর্নীতি নিয়ে লেখালিখি করলেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে। উত্তর প্রদেশে সাংবাদিক বিক্রম জোশিকে যেভাবে গুণ্ডাবাহিনী গুলি করে হত্যা করলো তার তুলনা মেলা ভার। বালি মাফিয়ারা সুনীল তেওয়ারীকে নির্মমভাবে হত্যা করলো। সারা দেশে সাংবাদিকদের নানাভাবে হয়রানি, হেনস্থা অব্যাহত আছে। সব থেকে বাজে অবস্থা পশ্চিমবঙ্গে। সম্ভবত এই প্রথম সর্ব ভারতীয় সাংবাদিক সংস্থা এন ইউ জে এবং অসমের জে এ এ ও অন্যান্য সংগঠন দিল্লিতে সাংবাদিকদের জন্যে ন্যাশনাল জার্নালিস্ট রেজিস্টার, মিডিয়া কমিশন গঠন, সাংবাদিক হত্যাকারীদের চরম শাস্তির দাবিতে আজ প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের কাছে প্রতিবাদ মিছিল করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.