Header Ads

গুয়াহাটি মহানগরে করোনা আক্রান্তের সংখ্যা কমছে, জেলাগুলোতে বাড়ছে


অমল গুপ্ত, গুয়াহাটি : আগামী আগস্ট মাসের মধ্যে অসমে ৬৫ হাজার করোনা আক্রান্ত হবে বলে কেন্দ্রীয় সরকারের পূর্বাভাস দেওয়ার পরও গুয়াহাটিতে আক্রান্তের সংখ্যা এই দু'দিনে অপেক্ষাকৃত কম। গতকাল গুয়াহাটিতে ২১৯ জন আক্রান্ত হয়েছে। সর্বমোট হয়েছে ১৩০৯০ জন। রাজ্যে ২৮ হাজার ৭৯১ জন আক্রান্ত হয়েছে। রাজ্যে সাংবিধানিক প্রধান রাজভবন এবং প্রধান ধর্মস্থান শিবসাগরের বিখ্যাত শিবস্থান শিব দৌল আজ কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। রাজ্যের কারাগারগুলোতে বন্দীদের মধ্যে ব্যাপকভাবে সংক্রমণ ছড়াচ্ছে বলে হাই কোর্ট  সব বন্দির সওয়াব টেস্টের নির্দেশ দিয়েছেন। জেলাগুলিতে  সামাজিক সংক্রমণ ছড়িয়ে পড়েছে। নগাঁও জেলাতে ১৩৩০ জন, গোলাঘাটে ১০৯০ জন, শোণিতপুরে ৭০৬, নলবাড়ীতে ৩৮৫, যোরহাটে ১১৭১, কাছাড়ে ১০৬২ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় কাছাড়ে ১০১ জন আক্রান্ত হয়েছে। করোনার পাশাপাশি জাপানিজ এন কেফেলাইতিসে ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যার ফলে এপর্যন্ত ৯০ জন ছাড়িয়ে গেছে। রাজ্যে মৃত্যুর মিছিল চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.