Header Ads

এবারে পুতিনের দেশের একটি শহরকেও নিজেদের বলে দাবি বেজিংয়ের !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
চীন বিগত কিছুদিন ধরে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে লাগাতার সীমান্ত নিয়ে বিবাদ করেই চলেছে। এবার রাশিয়ারেএকটি শহর ভ্লাদিভোস্তক (Vladivostok)-কে নিজেদের ভূখণ্ড বলে দাবি করল। চীনের সরকারি সংবাদ চ্যানেল সিজিটিএনের সম্পাদক শেন সিওয়াই দাবি করেছেন যে, রাশিয়ার ওই শহর ১৮৬০ এর আগে চীনের অংশ ছিল। শুধু তাই নয়, তিনি এও বলেন যে ওই শহরের নাম আগে হেশেনবাই ছিল। আর একতরফা চুক্তির মাধ্যমে রাশিয়া এই শহর চীনের থেকে ছিনিয়ে নেয়।

(Shen Shiwei沈诗伟 @shen_shiwei
This “tweet” of #Russian embassy to #China isn’t so welcome on Weibo
“The history of Vladivostok (literally 'Ruler of the East') is from 1860 when Russia built a military harbor.” But the city was Haishenwai as Chinese land, before Russia annexed it via unequal Treaty of Beijing.)
কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চীনে যতগুলো মিডিয়া সংগঠন আছে সব গুলোর ওপরেই নিয়ন্ত্রণ রয়েছে চীন সরকারের। ওই মিডিয়া সংস্থা গুলো কমিউনিস্ট পার্টির ইশারায় চলে, আর কমিউনিস্ট পার্টির কথামতই তারা খবর ছাপে। শোনা যাচ্ছে যে, চীনের মিডিয়ায় লেখা সমস্ত রিপোর্টই সেন্সার করা হয় এবং সেখানকার সরকারের মনোভাবই স্পষ্ট করে। আর এই পরিস্থিতিতে সিওয়াই এর এই সোশ্যাল মিডিয়া পোস্টকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি রাশিয়ার সাথে চীনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।
রাশিয়া কিছুদিন আগে চীনের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ডুবো জাহাজের সঙ্গে যুক্ত গোপনীয় ফাইল চুরি করার অভিযোগ করেছিল। ওই মামলায় রাশিয়া নিজের দেশের এক নাগরিককে গ্রেফতারও করেছিল। তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত রাশিয়ার সরকারের বড় পদে ছিল আর সেখান থেকেই সে চীনের হাতে ওই গোপন তথ্য তুলে দেয়।
এশিয়ায় চীনের সাম্রাজ্যবাদী আগ্রাসী নীতির কারণে সবথেকে বেশি সমস্যায় রয়েছে ভারত। আর এর স্পষ্ট উদাহরণ হল লাদাখে চীনের পিপলস লিবারেশন আর্মির ২০ হাজার সেনার মোতায়েন। এছাড়াও চীন তাদের প্রতিবেশী দেশ জাপানের সঙ্গেও পূর্ব চীন সমুদ্রে কয়েকটি দ্বীপ নিয়ে ঝামেলায় জড়িয়ে আছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.