Header Ads

বিজেপি সভাপতি রঞ্জিত দাস ভার্চুয়াল সভা ডেকে পরিয়াযী শ্রমিকদের সম্পর্কে তথ্য সংগ্রহের নির্দেশ দেন

অমল গুপ্ত, গুয়াহাটি : ভারতের যে সব রাজ্যে অসমের পরিযায়ী শ্রমিকরা কাজ করে রাজ্যে ফিরে এসেছেন। অশেষ কষ্ট ভোগ করছে, এখনও কাজ জোগার করতে পারেনি, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস আজ রাজ্যের বিজেপি বিধায়ক, মন্ডল কমিটির কর্মকর্তাদের নির্দেশ দেন। আজ এক ভার্চুয়াল সভা করে সভাপতি বলেন, রাজ্যের শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে গিয়ে অশেষ কষ্ট করে ফিরে এসেছেন। তাদের পুনর্বাসনের জন্যে সরকার এক পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের সম্পর্কে বিশদ প্রয়োজন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ইতিমধ্যে এনরেগা প্রকল্পের অধীন পরিযায়ী শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। বিজেপি সভাপতি রঞ্জিত দাস পরিযায়ী শ্রমিকরা যাতে পুনর্বাসনের সব সুযোগ পায়, তার জন্যে দলের অন্যতম সম্পাদক অমিয় কুমার ভূঁইয়া ও সুভাষ দত্তকে অন্তর্ভুক্ত করে এক আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। দলের সম্পাদক ফনিন্দ্র নাথ শর্মা, ডাক্তার রণজ পেগু, প্রদীপ ঠাকুরিয়া, সাংসদ দিলীপ শইকিয়া, পুলক গোঁহাই প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.