Header Ads

নতুন প্রজন্মের আলোর দিশারী ক্রিকেট করিমগঞ্জ ফেসবুক পেজ


জপমালা চক্রবর্তী, নয়া ঠাহর : হাঁটি হাঁটি পা-পা করতে করতে ফেসবুকে থাকা ক্রিকেট করিমগঞ্জ পেজটি আজ প্রায় তার শৈশব থেকে কৈশোরে পদার্পণ করেছে। সময়ে সময়ে আসা নানা রকম বাধা বিপত্তিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এই যুবকরা তাদের নিরলস প্রচেষ্টায় শুধু জেলা, রাজ্য বা দেশেই নয়, দেশের বাইরেও এই পেজটির সুখ্যাতি পৌঁছে দিতে পেরেছে।  মূলত তাদের এই স্থানীয় ক্রিকেট খেলাটিকে আরও বেশি লোক প্রিয় করতে এবং জেলার উজ্জ্বল অতীতের সেই দিনগুলিকে প্রতিটি মানুষের দরগোড়ায় পৌঁছে দিতে এবং আগামী প্রজন্মের কাছে এই খেলাটির নানান খুঁটিনাটির জানান দিতে পেজটির পরিকল্পনা করা হলেও আজ প্রায় সবধরনের খেলার বিভিন্ন দিক নিয়ে এই পেজটি কাজ করে চলেছে।  তাছাড়া, এখন পর্যন্ত ভারতবর্ষ ও ভারতবর্ষের বাইরের আন্তর্জাতিক ক্রীড়াবিদদের এই পেজে আমন্ত্রণ জানান হয়। এই পেজের বেশ কয়েকজন অত্যন্ত কর্মতৎপর হোস্টরা হলেন নবনীতা রায় মজুমদার, মিঠুন রায়, অপূর্ব দাস, সিদ্ধার্থ দত্ত, অপরাজিতা দেব চৌধুরী, রাজদীপ ধর, পূজা পাল, মেঘা দাস ও মানালি দেব। এদের সাহায্যেই আমন্ত্রিত অতিথিদের সাক্ষাৎকার গ্ৰহনের মাধ্যমে ক্রিকেট সহ অন্যান্য খেলার বিশদ চর্চা করা সম্ভব হয়েছে এই পেজটিতে। শুধু তাই নয়, করিমগঞ্জ জিলার বিগত দিনের অনেক দিকপাল ক্রীড়াবিদদেরও এ পেজটিতে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের অভিজ্ঞতার কথাগুলি তারা বলে গেছেন। এতে ভাবী প্রজন্মের নব্য ক্রীড়াবিদদের যে ব্যাপক লাভ হবে,তা আর বলার অপেক্ষা রাখেনা। তৎসঙ্গে এই পেজের কর্ণধার যারা আছেন, তারা এই পেজটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে করিমগঞ্জ সহ গোটা দেশের মানুষ যেভাবে উৎসাহ প্রদান করছেন তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।  তাছাড়া,  সম্প্রতি, আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে এ ক্রিকেট করিমগঞ্জ অনলাইন পেজটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.