Header Ads

দীৰ্ঘ প্ৰতীক্ষার অবসান, সুদূর ফ্ৰান্স থেকে ভারতে এসে পৌঁছল ৫টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান

ছবি, সৌঃ ইন্টারনেট

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৯ জুলাইঃ অবশেষে দীৰ্ঘ প্ৰতীক্ষার অবসান হল। ভারতের মাটিতে অবতরণ করল ৫টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান। বুধবার দুপুর ৩ টে নাগাদ হরিয়াণার অম্বালার ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে অবতরণ করে বিমাণগুলো। ফ্ৰান্স থেকে অত্যাধুনিক এই বিমানগুলো উড়িয়ে এনেছেন ভারতীয় বায়ুসেনার পাইলটরাই। অম্বালার ঘাঁটিতে তাঁদের স্বাগত জানিয়েছেন বায়ুসেনার প্ৰধান এয়ার মাৰ্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া।
 রাফাল ভারতের মাটিতে পৌঁছনোর পর প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে স্বাগত জানিয়েছেন। তিনি লিখেছেন- ‘‘রাষ্ট্ররক্ষাসম পুণ্য, রাষ্ট্ররক্ষাসম ব্রতম, রাষ্ট্ররক্ষাসম যজ্ঞ, দৃষ্টো নৈব চ নৈব চ। নভ: স্পৃশ দীপ্তম...স্বাগতম।’’ অর্থাৎ রাষ্ট্রের সুরক্ষার চেয়ে বড় কোনও পুণ্য, ব্রত এবং যজ্ঞ নেই।’’প্ৰতিরক্ষা মন্ত্ৰী রাজনাথ সিংও টুইটে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়েছেন। 
ভারতের ঝুলিতে রাফেল চলে আসার সঙ্গে সঙ্গে দেশের শক্তি আরও দিগুণ বেড়ে গেল। ২০১৬ সালে ফ্ৰান্সের সঙ্গে ভারতের ৩৬টি রাফাল যুদ্ধ বিমানের জন্য চুক্তি হয়েছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.