Header Ads

‘নয়া ঠাহর’ ২০২০ পুজো সংখ‍্যায় বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ১৩ জুলাই : লক ডাউনের ভারত ডিজিটাল ইন্ডিয়াকে সফল করে তুলেছে। এখন অনলাইনের রমরমা, উত্তরপূৰ্বাঞ্চলের একমাত্র বাংলা নিউজ পোর্টাল ‘নয়া ঠাহর’-এর অনলাইনের পাঠক সংখ্যা বেড়েই চলেছে। অসমের বাংলা নিউজ পোর্টাল ‘নয়া ঠাহর’-এর ২০২০ পুজো সংখ্যার প্রাক প্রস্তুতি চলছে। ওয়েব এবং ছাপা মাধ্যমে  প্রকাশ পাবে।  সারা বিশ্বের ১৪ লক্ষের বেশি পাঠক-পাঠিকা ‘নয়া ঠাহর’ প্রতিদিন দেখছেন। পুজো সংখ্যাতে দেশের বিশিষ্ট  লেখকদের লেখা থাকবে। পোস্টাল খরচ বহন করলে ডাক যোগে বা কুরিয়ারে ছাপা মাধ্যমের পুজো সংখ্যা পাঠিয়ে দেওয়া  হবে। 

আমাদের ‘নয়া ঠাহর’ পুজো সংখ‍্যায় বিজ্ঞাপন পাঠানোর জন্য যোগাযোগ করুন নীচে দেওয়া ইমেইল ও ফোন নম্বরে-
বিজ্ঞাপনের প্রধান : ক্ষেম সুন্দর দেব চৌধুরী।
বিজ্ঞাপনের জন্য ইমেইল : kd0749@gmail.com
ফোন -0-943556763

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.