মেঘালয়ে উচ্চমাধ্যমিক কলা বিভাগের ফলাফল প্ৰকাশ
ননী গোপাল ঘোষ -- ১৩ জুলাই -- শিলং
মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশন সোমবার উচ্চমাধ্যমিক কলা বিভাগের ফলাফল ঘোষণা করল । শিলঙের সেন্ট অ্যান্থনিজ হায়ার সেকেন্ডারি স্কুলের মহিমা সিনহা মোট ৪২৮ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছেন।
এবছর পাশের হার ৭৪.৩৪ শতাংশ যা গতবছরের পাশের হারের চেয়ে অল্প কম। গত বছর পাশের হার ছিল ৭৬.২৮ শতাংশ ।
এবছর প্রথম তিন স্থানই দখল করেছে শিলঙের সেন্ট অ্যান্থনিজ হায়ার সেকেন্ডারি স্কুল। অন্যান্য যে সব স্কুল প্রথম দশজনের মেধা তালিকায় রয়েছে , সে সব স্কুল হল রামকৃষ্ণ মিশন হায়ার সেকেন্ডারি স্কুল , চেরাপুঞ্জি, সেভেন সেটা এনেক্স হায়ার সেকেন্ডারি স্কুল,শিলং , সেন্ট এডমন্ডস হায়ার সেকেন্ডারি স্কুল , শিলং, হোলি চাইল্ড হায়ার সেকেন্ডারি স্কুল , শিলং ও সেন্ট মেরিজ হায়ার সেকেন্ডারি স্কুল , শিলং।
এবছর পাশের হার ৭৪.৩৪ শতাংশ যা গতবছরের পাশের হারের চেয়ে অল্প কম। গত বছর পাশের হার ছিল ৭৬.২৮ শতাংশ ।
এবছর প্রথম তিন স্থানই দখল করেছে শিলঙের সেন্ট অ্যান্থনিজ হায়ার সেকেন্ডারি স্কুল। অন্যান্য যে সব স্কুল প্রথম দশজনের মেধা তালিকায় রয়েছে , সে সব স্কুল হল রামকৃষ্ণ মিশন হায়ার সেকেন্ডারি স্কুল , চেরাপুঞ্জি, সেভেন সেটা এনেক্স হায়ার সেকেন্ডারি স্কুল,শিলং , সেন্ট এডমন্ডস হায়ার সেকেন্ডারি স্কুল , শিলং, হোলি চাইল্ড হায়ার সেকেন্ডারি স্কুল , শিলং ও সেন্ট মেরিজ হায়ার সেকেন্ডারি স্কুল , শিলং।
কোন মন্তব্য নেই