বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পথে সেঁতুর রেলিং ভেঙে গাড়ি পড়ল নদীতে, নিখোঁজ ৩
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২ জুলাইঃ নিজের গাড়িতে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে পথে ভয়ঙ্কর দুৰ্ঘটনা। নদীর ওপর দিয়ে যাওয়ার সময় সেঁতুর রেলিং ভেঙে গাড়ি পড়ে যায় নদীতে। অসমের ধেমাজির চিচিবরগ্ৰামে গেলুয়া সেঁতুতে দুৰ্ঘটনাটি ঘটেছে। গাড়ির চালক সমেত গাড়িতে ছিলেন লখিমপুরের টংকেশ্বর কলিতা, তাঁর স্ত্ৰী এবং দুই কন্যা।
ছবি, সৌঃ নিউজ১৮অসম
ঘটনাটি সংঘটিত হওয়ার পরে স্থানীয় লোকজনদের মধ্যে হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয়। কয়েজন তৎক্ষণাৎ নদীতে ঝাপ দিয়ে স্ত্ৰী এবং বড় কন্যা কুকি কলিতাকে জীবীত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় এসডিআরএফ বাহিনী। বাকি সদস্যদের খোঁজ চলছে। তবে টংকেশ্বর কলিতা এবং তাঁর ছোট কন্যা রিকি কলিতা এবং গাড়ির চালককে খুঁজে পাওয়া যায়নি। মা এবং বড় কন্যা কুকি কলিতাকে গুরুতর আহত অবস্থায় ডিব্ৰুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই