Header Ads

বিহারে বজ্রপাতে মৃত্যু ২৬ জনের

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- ২ জুলাই
জুনের ২৫ তারিখে বিহারের ২২ জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছিল ৮৩ জনের। ৩০ জুনও বিহারের পাঁচ জেলায় বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছিল ১১ জনের। ফের বৃহস্পতিবার বিহারের আট জেলায় বজ্রপাতে মৃত্যু হল ২৬ জনের।

ছবি, সৌঃ ইন্টারনেট


গ্রামীণ পাটনায় ৬ জন , সমস্তিপুরে ৭, পূর্ব চম্পারণে ৪ , কাটিহারে ৩ , শেওহরে ২ , মাধেপুরায় ২ , পূর্ণিয়া ও পশ্চিম চম্পারণে এক জনের মৃত্যু হয়েছে ।


মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের নিকটাত্মীয়দের ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন । মাঠে কৃষিকাজ করার সময়ই বজ্রপাতের শিকার হন নিহতেরা। সমস্তিপুরে মৃতদের মধ্যে রয়েছে ১২ বছরের এক কিশোর ও ১২ বছরেরই এক কিশোরী । এদের বাড়ির কাছেই ঘটে বজ্রপাত ।


বুধবারই বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছিল মৌসম ভবন। আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা বলে আগেই জানানো হয়েছিল ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.