Header Ads

সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বৃত্তির কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ মমিনুল আওয়াল, বিধায়ক আনোয়ার হোসেন লস্করের


অমল গুপ্ত, গুয়াহাটি : সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের স্কলারশিপ বা বৃত্তির টাকা নিয়ে  রাজ্যে বিশেষ করে বরাকের হাইলাকান্দি জেলাতে প্রায় ২০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই টাকা সরাসরি কেন্দ্র থেকে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে, আগের কংগ্রেস সরকারের সময় থেকে এই ব্যাপক দুর্নীতি চলছে বলে বিভিন্ন মহলের অভিযোগে সিলমোহর মারলেন বিজেপি সরকারের সংখ্যালঘু উন্নয়ন বিভাগের চেয়ারম্যান মমিনুল আওয়াল। তিনি আজ সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন প্রায় ২০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুক্তার আব্বাসকে বিষয়টি অবগত করানো হয়েছে। হাইলাকান্দির এ আই ইউ ডি এফ-এর বিধায়ক আনোয়ার হোসেন লস্কর বলেন, বরাকের বিরাট সংখ্যক ছাত্রছাত্রীকে তাদের ন্যায্য পাওনা বৃত্তির টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে। আগে আমি অভিযোগ করেছিলাম ২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।এখন স্বয়ং সংখ্যা লঘু সম্প্রদায়ের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মমিনুল আওয়াল অভিযোগ করেন ২০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই বিরাট দুর্নীতির পিছনে বিদ্যালয়ের পরিদর্শক রাজীব কুমার ঝাঁর দিকে আঙ্গুল তোলা হয়েছে। আজকের গুরুতর এই অভিযোগ নিয়ে দিসপুর নড়েচড়ে বসেছে। দিসপুরের প্রশ্ন, কংগ্রেস আমলের এই ব্যাপক দুর্নীতি বর্তমান সরকারের সময়েও কি ভাবে চলছে?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.