Header Ads

৪ লক্ষ ৫৫ হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা করতে ৭, ৮ টা ভুল হতেই পারে : হিমন্তবিশ্ব শর্মা


অমল গুপ্ত, গুয়াহাটি : গুয়াহাটি মহানগর ১৪ দিন লকডাউন  আজ থেকে কিছুটা শিথিল করা হয়েছে। কাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত গুয়াহাটি শহরে দোকানপাট খোলা থাকবে বলে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জানান। আজ শহরের পাইকারি দোকান পাট খুলেছে। গুয়াহাটিতে সম্পূর্ণ লকডাউন চললেও নগাঁও সহ কয়েকটি জেলাতে সংক্রমণ অনুযায়ী এলাকা ভিত্তিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। মেঘালয় সরকার গুয়াহাটি শহর স্পর্শ করা খানাপাড়া, জোড়াবাট প্রভৃতি রিভই জেলার কিছু অংশে লকডাউন ঘোষণা করেছে। দু-একটি সংবাদপত্রের অপপ্রচারের ফলে করোনা উদ্ভূত পরিস্থিতি জটিল হয়েছে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি দুটি ভুল হয়েছে।  তার জন্য চিকিৎকদের দায়ী করা ঠিক নয়। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা রাতদিন মানুষের সেবা করে যাচ্ছেন। ৪ লক্ষ ৫৫ হাজার ২২৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ৭, ৮, ১০ টি ভুল হয়ে গেছে। সংবাদমাধ্যমে কি বানান ভুল হয় না? বলেন টি আর পি বাড়ানোর জন্যে একটি দুটি টিভি চ্যানেল অপপ্রচার চালাচ্ছে।  তিনি বলেন, নেগেটিভকে পজিটিভ করা হচ্ছে বলে অপপ্রচারের ফলে গুয়াহাটিবাসী সওয়াব টেস্ট করার জন্যে হাসপাতাল যাওয়ার আগ্রহ দেখাচ্ছে না। অথচ ৩১ টি ওয়ার্ডে টেস্ট করতে গিয়ে দেখা গেছে, গত ৫ দিনে গড়ে ৩০ শতাংশ পজিটিভ ধরা পড়েছে। গত ১০ দিনে ২৭৪১ জন আক্রান্ত হয়েছে যা দিল্লি মুম্বাইয়ের থেকেও বেশি। আজ আক্রান্ত হয়েছে ১২৫ জন, গত ২৪ ঘন্টায় ৯০২ জন আক্রান্ত হয়েছে। রাজ্যে আজ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.