Header Ads

অসমে বানভাসি কাজিরঙায় ৩৬টি বন্য জন্তুর মৃত্যু


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : বানভাসি কাজিরাঙায় নিরীহ বন্য প্রাণীদের হত্যার ঘটনা বেড়েই চলেছে। ৩৭ নম্বর জাতীয় সড়কে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হচ্ছে বলে প্রকৃতি প্রেমী সংগঠনগুলো অভিযোগ করেই চলেছে। আজ পর্যন্ত ৩৬ টি বন্য প্রাণী বন্যার জলে ডুবে, গাড়ির চাকায় পিষ্ট হয়ে এবং চোরা শিকারিদের হাতে প্রাণ দিয়েছে। একটি গণ্ডার, বুনো শূকর আর অধিকাংশ হরিণ মারা গেছে। প্রতিদিন সংখ্যা বাড়ছে। চোরা শিকারি, ট্রাক চালক, একাংশ বন কর্মীর হরিণের মাংস সহ মহাভোজ শুরু হয়ে গেছে বলে পশুপ্রেমী সংগঠনগুলোর অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়া যাবে। এই তো দুদিন আগে স্বয়ং বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এই প্রতিবেদককে ফোন করে দাবি করেন, কাজিরঙার জীব জন্তু নিরাপদে আছে। তবে হত্যা বাড়ছে কেন? এই  প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সচেতন মহলে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.