Header Ads

অসম পুলিশ দুর্গত শিশুদের পরম মিত্র : ডি জি পি ভাস্করজ্যোতি মহন্ত


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম পুলিশ বহু বছর ধরে দুর্গত শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। অসম পুলিশ শিশু মিত্র নামে এক সংগঠন গড়ে তুলেছে। আজও অসম পুলিশ ১২০০- র বেশি গরিব শিশুকে দেখভাল করছে। অসম পুলিশের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত আজ এক সাংবাদিক সন্মেলন ডেকে গতকালের এক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে শিশুদের প্রতি অসম পুলিশের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। গতকাল ভরলুতে বাবা পলাশ চালিহার কিশোর পুত্র প্রতিবন্ধী ভিগু বাজার থেকে ঔষধ কিনতে গিয়েছিলেন। সেখানে ডি সি পি ট্রাফিক অফিসার মাযাঙ্ক ঝার বডিগার্ড মাস্ক না পড়া কিশোরকে বেত্রাঘাত করে। কিশোর ভিগু এক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পুলিশটি বারণ শোনেনি। এই ঘটনা তার বাবা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার পর রাজ্য জুড়ে হুলস্থূল পরে যায়। এই ঘটনার নিন্দা করেন এ ডি জি পি  জি পি সিং, গুয়াহাটি পুলিশ কমিশনার মুন্না গুপ্তার পর সাংবাদিক সম্মেলন ডেকে ডি জি পি ভাস্কর জ্যোতি মহন্ত এই ঘটনার নিন্দা করে বলেন, ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হলেও নিন্দার যোগ্য। পুলিশকে মানবিক হতে হবে। এই ঘটনার তদন্ত ঘোষণা করা হয়েছে। দোষী পুলিশ অফিসারের শাস্তি হবে। বলেন অসম পুলিশ সদাই দুর্গত শিশুদের পরম বন্ধু হিসাবে কাজ করে আসছে। ভবিষ্যতে ও করবে। প্রতি জেলাতে শিশুদের প্রতি অন্যায় করলে, অপরাধ করলে, পুলিশ সাতদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। শিশুদের অপরাধ প্রবণতা, তাদের মনস্তাত্ত্বিক স্থিতি নিয়েও পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই অসম পুলিশ সর্বতোভাবে শিশুদের  পরম বন্ধু। তিনি আজ জানান, করোনা সংক্রমণে তিনজন পুলিশ মারা গেছে। ১০৪৬ জন আক্রান্ত হয়েছিলেন। ৭০০ জন সুস্থ হয়ে উঠছেন। অসম পুলিশের হেল্প ডেস্ক থেকে প্রতিজন অসুস্থ পুলিশের দিনে দুবার করে খোঁজ নেওয়া হয়, তাদের পরিবারের খবরাখবরও নেওয়া হয় নিয়িমত ভাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.