Header Ads

করোনা পজিটিভ ২২০ জন পুলিশ, ৯৫৪ জন কয়রেন্টিনে, এরপরেও অসম পুলিশ নিরবচ্ছিন্নভাবে মানুষের সেবা করে যাচ্ছে : পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত


অমল গুপ্ত, গুয়াহাটি : অসম পুলিশ কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য গত মার্চ মাস থেকে পরিকল্পনা করে আসছে। অসম পুলিশ মানুষের সেবায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। কাজ করতে গেলে করোনা সংক্রমণ হবেই। আজ রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত এই মন্তব্য করে বলেন, জেলা, ব্যাটালিয়ন নিয়ে ২২০ জন পুলিশকর্মী করোনা পজিটিভে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ১৭১ জন পুলিশ কর্মীকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৯৫৪ জনকে কয়রেন্টিন সেন্টারে রাখা হয়েছে। রাজ্য পুলিশ ২২ জন ডাক্তার ২৫০ জন নার্সকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আজ উলুবাড়ি অসম পুলিশের সদর কার্য্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে একথা জানিয়ে বলেন,১৬ নম্বর এপি ব্যাটালিয়নে এক অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। খানাপাড়া কোভিড হাসপাতালে পুলিশের জন্যে এক পৃথক উইং-এর ব্যবস্থা করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। দেরগাঁওয়ে ৪০ বেডের এক কোভিড হাসপাতাল নির্মাণ করা হবে। ডিজিপি মহন্ত বলেন, করোনা আক্রান্ত পুলিশ কর্মীদের স্বাস্থ্যর খবর নেওয়া হয় দিনে দুবার করে। তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে নিয়মিতভাবে। তিনি জানান, গতকাল ৪০ জন পুলিশকর্মী আক্রান্ত হয়েছে। জেলার পুলিশ কর্মীদের খবরাখবর নেওয়ার জন্যে হেল্প ডেস্ক বসানো হয়েছে। তিনি জানান, সোশ্যাল সাইটে যারা অপপ্রচার চালাচ্ছে, ফেক নিউজ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে অসম পুলিশ ৯৭ টি অভিযোগ দায়ের করে ৫১জনকে গ্রেফতার করা হয়েছে। ১২ জন জামিন পেয়েছে। লকডাউন বিধি ভঙ্গের জন্যে ৩৯০৬ টি ঘটনা ঘটেছে। ৪৭৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩৫০৫৬ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে অসম পুলিশ। ১৯৭ টি শক্তিশালী গ্রেনেড সহ ১৬২৮টি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী গর্গ আহোম রাজাদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় মুখ্যমন্ত্রী তাকে গ্রেফতার করার জন্যে কলকাতায় পুলিশ পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ ব্যর্থ  হয়ে ফিরে এসেছে বলে পুলিশ প্রধান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.