Header Ads

স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে কাউকে বাধ্য করানো যাবে না, তবে ভয় না পেয়ে স্ব ইচ্ছায় টেস্ট করান আবেদন স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার


অমল গুপ্ত, গুয়াহাটি : গুয়াহাটি মহানগর সহ রাজ্যে করোনার গণসংক্রমণ হিসাবে দেখা দিয়েছে। অনেক জেলাতে সংক্রমণ অনুযায়ী এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। গুয়াহাটি সফর নিষিদ্ধ করা হয়েছে। বরপেটা, নলবাড়ী, নগাঁও জেলা কর্তৃপক্ষ গুয়াহাটি সফর আপাতত না করার নির্দেশ দিয়েছে। গুয়াহাটিতে গত ২৪ ঘন্টায় ৫৫২ জন আক্রান্ত হয়েছে। পাণ্ডু-মালিগাঁও অঞ্চলে ব্যাপকভাবে গণসংক্রমণ ঘটেছে। সেই কারণে ঘরে ঘরে গিয়ে সওয়াব টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একথা জানিয়ে গুয়াহাটিবাসীর কাছে আবেদন করে বলেন,ভয় করবেন না, স্বইচ্ছায় টেস্ট করান, কাল থেকে ঘরে ঘরে গিয়ে ৩০০০ জনের টেস্ট করা হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, টেস্ট করার ক্ষেত্রে কাউকে বাধ্য করানো যাবে না। আজ  লকডাউন শিথিল করে বাজার খোলার সঙ্গে সঙ্গে মানুষ সামাজিক দূরত্বকে বুড়া আঙ্গুল দেখিয়ে বাজারে ঝাপিয়ে পড়ে। কারো মুখে  মাস্ক ছিল না। তা দেখে হিমন্ত বলেন, শুত্রুবার পর্যন্ত মুদির দোকান খোলা থাকবে। একসঙ্গে সব সামগ্রী না কিনে আস্তে আস্তে কিনুন, লকডাউন বিধি মেনে চলুন। তিনি বলেন, কয়রেন্টিন সেন্টারে খুবই ভালো খাবার দেওয়া হচ্ছে। কোনো অভিযোগ নেই, বাড়ি থেকে খাবার  দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.