'বরাকের ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে' গ্রন্থটি প্রকাশিত হল' : লেখক ইমাদ উদ্দিন বুলবুল
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর : বরাক উপত্যকার জনমুখী ইতিহাসচর্চা খুব কম হয়েছে। সেই অভাব দূর করার জন্য ইমাদ উদ্দিন বুলবুল তিন খন্ডে লিখেছেন - বরাকের ইতিহাস ও ঐতিহ্যের সন্ধানে। এর প্রথম খণ্ড গত ১৩ জানুয়ারি ২০২০ প্রকাশিত হয়েছে। প্রকাশক শিলচরের নতুন দিগন্ত প্রকাশনী।
বরাক উপত্যকার ইতিহাসের নানা অধ্যায় এতে সন্নিবেশিত হয়েছে। বিভিন্ন প্রবন্ধ গ্রন্থটির মূল আকর্ষণ। গত দুদশকে মূলত: এ উপত্যকা থেকে প্রকাশিত ৪৫০ সংখ্যক গ্রন্থের বিবরণ দেয়া হয়েছে। বরাকের ভাষা আন্দোলন সম্পর্কে পাঁচটি প্রবন্ধ আছে। ২১২ পৃষ্ঠার গ্রন্থটির ছাপাও বাঁধাই খুবই সুন্দর।
ইমাদ উদ্দিন বুলবুলের এ গ্রন্থ সম্পর্কে বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক জয়ন্ত ভূষণ ভট্টাচার্য, প্রাক্তন উপাচার্য আসাম বিশ্ববিদ্যালয় বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক রাজেন্দ্রনাথ শইকিয়া, আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সুদেষ্ণা পুরকায়স্থ প্রমুখ জ্ঞানীগুণীরা প্রশংসা করেছেন।
গ্রন্থটি শিলচরের গোলদীঘি মলের বাতায়নে বিক্রি হচ্ছে। এছাড়া ডাক যোগেও পাঠানো যাবে। মূল্য - ২৩০ টাকা।
কোন মন্তব্য নেই