Header Ads

খুব শীঘ্রই মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন মোদী, যুক্ত হতে পারে কিছু নতুন মুখ !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। বেশ কিছু মন্ত্রকের ১০০ দিনের লকডাউনে পারফরম্যান্স কেমন ছিল তার রিভিউ শুরু করছে প্রধানমন্ত্রীর দফতর। কাজের হিসাব নেওয়া হবে। কোন মন্ত্রক কি কাজ করেছে সেই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাইবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেই রিভিউয়ের ভিত্তিতে আগামী দিনে তাঁর মন্ত্রিসভায় রদবদল করা হতে পারে। সামনেই বিহার, বাংলা, অসমের বিধানসভা ভোট। সেই ভোটের দিকে তাকিয়ে কিছু গুরুত্বপূর্ণ রদবদল করা হবে মন্ত্রিসভায়। এই সমস্ত এলাকা থেকে নির্বাচিত দলীয় সদস্যদের নিয়ে আসা হতে পারে বলে খবর। বাংলা থেকে মুকুল রায়কে মন্ত্রী করা হতে পারে বলে দীর্ঘদিন ধরে একটি জল্পনা থাকলেও সেই জল্পনাতে জল ঢেলে দিয়েছেন খোদ মুকুল রায় নিজেই।
 
অন্যদিকে জানা যাচ্ছে, সদ্য রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া--তাঁকে মন্ত্রী করা হতে পারে। পাশাপাশি শোনা যাচ্ছে, কয়েকজন রাষ্ট্রমন্ত্রী ও পূর্ণ মন্ত্রীর পদে মুখবদল হবে। সবথেকে বড় জল্পনা চলছে অবশ্য সিনিয়র কয়েকজন মন্ত্রী বদলের।
বিশেষ সূত্র জানাচ্ছে, মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্ত এবং নতুন মুখের আগমনের বিষয়টি জানেন তিনজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। সম্প্রতি তাঁদের একটি বৈঠক হয়েছে। আর তা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবনে। যথারীতি সেখানে উপস্থিত ছিলেন আরএসএসের কয়েকজন আধিকারিকও।
গত রবিবার প্রধানমন্ত্রী দেখা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে। রাষ্ট্রপতি হলেন চিফ কমান্ডার অব আর্মড ফোর্সেস। তাই লাদাখ থেকে ফিরে তাঁকে প্রথা অনুযায়ী সম্ভবত ব্রিফ করেছেন প্রধানমন্ত্রী। তবে মন্ত্রিসভার রদবদল নিয়েও কিছু কথা দুজনের মধ্যে হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি মোদী সরকারের তরফে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.