Header Ads

বিজন সিংহের মৃত্যু বার্ষিকী পালন লামডিঙে



নয়া ঠাহ‍র প্রতিবেদন, গুয়াহাটি : লামডিঙের প্রাণপুরুষ আজীবন নেতাজিপ্রেমী বিজন সিংহের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে যথাযোগ্য মর্যাদা সহকারে। লামডিঙের আজাদ হিন্দ পাবলিক লাইব্রেরি এবং কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী কমিটির উদ্যোগে প্রথম আজাদ হিন্দ লাইব্রেরির সামনে এই মহান নেতার মূর্তিতে ফুল-মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় বিধায়ক শিবু মিশ্র। লাইব্রেরির সভাপতি তথা বিজন সিংহের ভ্রাতুষ্পুত্র সুভাষ সিংহ, অবিনাশ মজুমদার প্রমুখ পুষ্প নিবেদন করেছেন। অধ‍্যক্ষা মন্দিরা দাসশর্মা, পুরসভার উপপুরপতি উত্তম দাস, লাইব্রেরির সম্পাদক সুশান্ত দে, নেতাজি জন্ম জয়ন্তী কমিটির সভাপতি, সম্পাদক সহ সকলেই পুষ্পার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন রত্নেশ্বর রায়। সংক্ষিপ্ত ভাষণে সমাজ ও জীবনে বিজন সিংহের অবদান নিয়ে আলোচনা করেন বিধায়ক শিবু মিশ্র, সুভাষ সিংহ ও মন্দিরা দাসশর্মা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন দাস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.