Header Ads

কালিনগর সরোজিনী হাসপাতালের এক চিকিৎসক করোনা পজিটিভ : নিরাশায় স্থানীয় জনসাধারণ


সানি রায়, পাঁচগ্ৰাম : হাইলাকান্দি জিলার আলগাপুর ব্লকের অধীনস্থ কালিনগর সরোজিনী হাসপাতালের এক চিকিৎসক রুদ্র শঙ্কর চক্রবর্তী উপসর্গ ছাড়াই কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হলেন। জানা গেছে, গত তিন চার দিন আগে এই হাসপাতালের চিকিৎসক কর্মীদের লালারস সংগ্ৰহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ফলে গতকাল ফলাফল স্বরূপ বাকি সবার নিগেটিভ রিপোর্ট এলেও শুধুমাত্র চিকিৎসক রুদ্র শঙ্কর চক্রবর্তীর রিপোর্ট ই পজিটিভ আসায় রীতিমতো এক আতঙ্কের সৃষ্টি হয়েছে উক্ত কালিনগর সরোজিনী হাসপাতাল সহ পুরো এলাকায়। তাছাড়া, চিকিৎসক চক্রবর্তীর ভ্রমণ বৃত্তান্ত তেমন না থাকলেও তার নিজ বাড়ি করিমগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে করে নিয়মিত নিজ কর্মস্থলে আসাযাওয়া করার ফলে, যাত্রীবাহী বাস ই তার পজিটিভ শনাক্ত হওয়ার মূল কারণ বলে মনে করছেন অনেকেই। তবে, তিনি পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকেই কালিনগর সরোজিনী হাসপাতালকে কনটেনমেন্ট জোনে চিহ্নিত করা হয়েছে,  এবং হাসপাতালের মূল গেইট বন্ধ করার পাশাপাশি আগামী কয়েকদিনের জন্য এই হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা প্রদান করা হবেনা বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে প্রকাশ। এদিকে হাসপাতাল সিল্ করার ফলে জরুরীকালিন রোগীর চিকিৎসার ব্যাপারে আশেপাশের এলাকার জনসাধারণ ধন্দে পড়েছেন। তবে পুরোপুরি কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়নি কালিনগরের পার্শ্ববর্তী ফার্মেসিগুলো। এদিকে জিলা যুগ্ম সঞ্চালকের সঙ্গে যোগাযোগ করে রোগীদের জরুরীকালিন পরিষেবা প্রদানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বর্তমানে আলগাপুর মডেল হাসপাতাল এবং মোহনপুর সি.এইচ.সি তে মিলবে সবধরনের পরিষেবা। এদিকে, গতকাল রাতে করোনাক্রান্ত চিকিৎসক রুদ্র শঙ্কর চক্রবর্তীর সাথে টেলিফোনে যোগাযোগ করে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত তার করোনা পজিটিভ সংক্রান্ত কোনো উপসর্গ নেই। তবে, সরকারি নির্দেশ মতে করিমগঞ্জ সিভিল হাসপাতালের কোভিড ওয়ার্ডে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান। এদিকে উনার কোভিড পজিটিভ ধরা পড়ার খবরটি চাউর হতেই রীতিমতো নিরাশার দোলাচলে পড়েছেন এলাকার জনসাধারণ। যেহেতু বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকই জনগণের কাছে ভগবান,  তাছাড়া বিশ্বময় করোনা মোকাবিলায় একমাত্র স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারাই প্রকৃত যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন, তাই চিকিৎসক পজিটিভের খবরে এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাছাড়া, অন্যদিকে একাংশ অশিক্ষিত লোকেদের বর্তমানে সরকারি নির্দেশ অমান্য করে চলাফেরা করতেও দেখা যাচ্ছে। তাই পুলিশ প্রশাসনকে আরোও সক্রিয় পন্থা অবলম্বন করে কঠোর ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছেন এলাকার স্থানীয় জনসাধারণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.