Header Ads

অসমের ডিমা হাসাওয়ে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩২

 বিপ্লব দেব, হাফলং ৭ জুলাইঃ 
ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে এবার কোভিড ১৯-য়ে আক্রান্ত হলেন এক ব্যাঙ্ক কর্মী ও তাঁর স্ত্রী। মঙ্গলবার হাফলঙে নতুন করে আরও ৩ জনের শরীরে অতিমারি কোভিডের উপস্থিতি ধরা পড়েছে। হাফলং কলেজ রোডে একটি ভাড়া বাড়িতে থাকেন ব্যাঙ্ক অব বরদার ম্যানেজার ও তাঁর স্ত্রী। কিছুদিন আগে দুজনেই গুয়াহাটি থেকে ফিরে কোভিড টেস্টের জন্য সোয়াব নমুনা দিয়েছিলেন। মঙ্গলবার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে বহিঃরাজ্য থেকে ফেরা এক ব্যক্তি হাফলং সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। মঙ্গলবার ওই ব্যক্তির করোনা টেস্টর রিপোর্ট পজিটিভ এসেছে। এনিয়ে ডিমা হাসাওয়ে কোভিড ১৯ আক্ৰান্তের বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১০ জন। বর্তমানে ২২ জন করোনা আক্ৰান্তের চিকিৎসা চলছে হাফলং সরকারি হাসপাতালের কভিড ওয়ার্ডে, স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা গিয়েছে। এদিকে সোমবার থেকে ডিমা হাসাও জেলায় ১৪ দিনের লকডাউন চলছে। লকডাউনের দ্বিতীয় দিনও গোটা জেলায় পুলিশ প্ৰশাসন সক্ৰিয় ছিল। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ছিল জেলা প্ৰশাসন। বিনা কারণে ঘর থেকে বাইরে বেরিয়ে আসা ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে প্ৰশাসন। বেশ কিছু যানবাহনও জব্দ করেছে পুলিশ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.