Header Ads

হোমিও চিকিৎসক হৃষিকেশ চক্রবর্ত্তীর দেহাবসান

বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বিহাড়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক তথা বিহাড়া ব্রাহ্মণ গ্রাম এলাকার বর্ষীয়ান নাগরিক হৃষিককেশ চক্রবর্ত্তী আর নেই। গত ১৩ জুলাই সোমবার তিনি পরলোকে গমণ করেন। তিনি দোরারোগ্য কেনসার আক্রান্ত  ছিলেন। বয়স হয়েছিল ৮১ বছর। রেখে গেছেন স্ত্রী এক ছেলে হোমিও চিকিৎসক হৃতেশ চক্রবর্ত্তী জামাতা পুত্রবধু নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধ জনকে। উনার মৃত্যুতে এলাকার অনেকে শোক প্রকাশ করেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.