লোড গ্যাস টেঙ্কারের অবৈধ স্ট্যাণ্ড বিহাড়া হসপিটেলের সামনেঃ ক্ষোভ এলাকাবাসীর
বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়াঃ বিহাড়ার জনবহুল শিবটিলা হসপিটেল এলাকা এখন অবৈধ লোড গ্যাস টেঙ্কারের স্ট্যাণ্ড বা পার্কিং-এর মৃগয়া ক্ষেত্রে রূপান্তরিত। সবসময় ঐ যায়গায় ২-৩ টা গ্যাস টেঙ্কার শোভা পায়। নিয়ম হল গ্যাস ভর্তি টেঙ্কার জনবহূল এলাকায় পার্কিং না করে বটলিং প্ল্যান্টে পৌঁছে দেওয়া। তা না করে রহস্যজনক কারণে টেঙ্কার ড্রাইভাররা বিহাড়া শিবটিলা হসপিটেল এলাকা সহ বিহাড়ার বিভিন্ন এলাকায় লোড গ্যাস টেঙ্কার পার্কিং করে জনগণকে উদ্বিগ্ন রাখে বলে অভিযোগ। অনেকের মতে গ্যাস ভর্তি টেঙ্কার বিহাড়ায় যত্র তত্র পারকিং এর কারণ হল টেঙ্কার থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ন উপায়ে গ্যাস চুরি করে বিক্রি করা। তাই বিহাড়ায় গোপনে ঐ গ্যাস নামানোর একটি সিণ্ডিকেট চালু রয়েছে বলে অভিযোগ। গতকাল বিহাড়া হসপিটেলের সামনে একটি গ্যাস বোঝাই টেঙ্কার কেপসাইড হয়ে যায়। বর্তমানে বিহাড়া যেকোন সময় গ্যাস দূর্ঘটনায় আক্রান্ত হতে পারে বলে আশঙ্কায় ভুগছেন এলাকার জনসাধারণ। এ বিষয়ে বিহাড়া পুলিশ ফাড়ীর ইনচার্জ জনিয়েছেন তিনি বিহাড়ায় অবৈধ গ্যাস টেঙ্কার পার্কিং এর বিরুদ্ধে অতি সত্বর কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন।
কোন মন্তব্য নেই