শিলাদিত্য বিজেপিকে সাতদিনের সময় দিলেন, সাতদিন দলের কাজ করবেন না
অমল গুপ্ত, গুয়াহাটি : আগের সিদ্ধান্ত মতো বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব আজ পদত্যাগ না করে, বিজেপি নেতৃত্বকে সাত দিন সময় দিলেন। তিনি আজ লংকার কাছে জোরা পুকুড়িতে সাংবাদিকদের বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সিদ্ধান্ত বদল করতে বলেছেন। বর্তমানে বন্যা, করোনার মত পরিস্থিতি চলছে, তাই সাতদিন কেন আরও সময় দেব বলে শিলাদিত্য মন্তব্য করেন। স্পষ্ট করে দেন তিনি কংগ্রেস, এআই ইউ ডি এফ বা বামপন্থী কোনো দলে যোগ দেবেন না। প্রয়োজনে দল থেকে অবসর নেব। আগামী সাত দিন তিনি দলের হয়ে কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। বিজেপি সূত্রে জানা গেল, বরাকের প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ, রাজেন গোহাই, অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মন্ত্রী পীযুষ হাজরিকা প্রমুখ ফোন করে সিদ্ধান্ত পাল্টাতে বলেন। শিলাদিত্য সরে গেলে বিজেপি দলের বিরাট ক্ষতি হবে বুঝতে পেরেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বঞ্চিত এই বাঙালি নেতাকে সম্মানজনক কোনো পদ দিয়ে ধরে রাখার চেষ্টা হবে। কারণ বাঙালি হিন্দুরা গত নির্বাচনে বিজেপিকে হাত উজাড় করে ভোট দিয়েছেন। কিন্তু এই চার বছরে নাগরিকত্বের প্রশ্নে, ডিটেনশন ক্যাম্পে বিনা বিচারে আটকে রেখে যেভাবে অত্যাচার করা হয়েছে। আগামী নির্বাচনে বিজেপি আর বাঙালিদের ভোট পাবে কিনা সন্দেহ আছে। শিলাদিত্য দেবের মতো বিজেপি যুব নেতাকে সম্মানজনক কোনো পদ দিয়ে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করবে বিজেপি নেতৃত্ব।তা আর বলার অপেক্ষা রাখে না।
কোন মন্তব্য নেই