Header Ads

আগামীকাল কালিনগর সরোজিনী হাসপাতাল খুলছে আবার


শুভজিৎ রায়, কালিনগর : প্রায় সাতদিন পর আগামী কাল থেকে ফের চালু হবে কালিনগর সরোজিনী হাসপাতালের চিকিৎসা প্রদান। বিগত সাত দিন ধরে কনটেন্টমেন্ট জোনে চিহ্নিত করে রাখা হয়েছিল কালিনগর সরোজিনী হাসপাতালকে। হাসপাতালের মোট ৪ জন কর্মী সহ একটি পরিবারের আরো ও দু'জন কভিড পজিটিভ শনাক্ত হওয়ার ফলে প্রায় ৭ দিন কনটেন্টমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছিল। সবধরনের চিকিৎসা প্রদান সাময়িক স্থগিত করা হলেও ফের আগামী কাল থেকে মিলবে চিকিৎসা পরিষেবা। খোলা থাকবে আউট ডোর পেসেন্ট (ওপিডি)। এদিকে, সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, কালিনগর সরোজিনী হাসপাতালের মোট ৪ জন সহ একটি পরিবারের দু'জন নিয়ে সর্বমোট ৬ জনের আক্রান্ত খবরে কিছুটা আতঙ্কিত হলেও বর্তমানে বাকি সবার লালারস সংগ্রহ করে পরীক্ষা করা হলে সবার ই নিগেটিভ শনাক্ত হয় বলে সূত্রের খবর। তাই ফের আগামীকাল থেকে কন্টেইন্টমেন্ট জোন উঠিয়ে দিয়ে চিকিৎসা প্রদান করা হবে স্থানীয়দের বলে জিলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.