কোভিড-১৯য়ের ভয়ঙ্কর অতিমারি প্রাদুর্ভাব অসমেও :কাছাড় জেলা শাসকের অভিনব সচেতনতা
সানি রায়, শিলচর : কোভিড-১৯ ভয়ঙ্কর অতিমারির ছোঁয়া দেশের অন্যান্য রাজ্যের মতো অসমেও। দ্রুত গতিতে এর সংক্রমণ বাড়ছে মহানগরীর মতো কাছাড় জেলায়ও, তাই এবার নতুন পন্থায় সচেতনতা বৃদ্ধির জোর জেলাা শাসক কীর্তি জল্লির। মানুষের মৃত্যু মিছিল আজ ও অব্যাহত গোটা বিশ্বে । এখন পর্যন্ত আবিষ্কার সম্ভব হয়নি সঠিক ওষুধের। করোনা মহামারী থেকে মুক্তি দিতে চিকিৎসা বৈজ্ঞানিকদের দেশে বিদেশে দিন রাত এক করছেন নির্দিষ্ট ওষুধ বের করতে। গোটা রাজ্যের সঙ্গে এর ভয়াবহতা পাল্লা দিয়ে বাড়ছে কাছাড়েও। তাই এবার কঠোর ভূমিকায় কাছাড় জেলা প্রশাসন। সেই সঙ্গে কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি ,(আই.এ.এস.) কাছাড় জেলাবাসীর প্রতি বেশ কয়েকটি নির্দেশিকা সহ সচেতনতা বৃদ্ধিতে লিফ্লেট আকারে ছাপিয়ে সরাসরি জনগণের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।
ওই নির্দেশিকায় রয়েছে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বচ্ছতা বজায় রেখে মাস্ক পরিধান করা, যেখানে সেখানে থুতু না ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা শাসক জল্লি।
ওই নির্দেশিকায় রয়েছে সামাজিক দূরত্ব মেনে চলা, স্বচ্ছতা বজায় রেখে মাস্ক পরিধান করা, যেখানে সেখানে থুতু না ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা শাসক জল্লি।
কোন মন্তব্য নেই