Header Ads

গণসংক্রমণ ঠেকাতে ধর্মীয়, রাজনৈতিক সমাবেশে রাজ্য সরকারের নিষেধাজ্ঞা


সানি রায়, পাঁচগ্ৰাম : কোভিড-১৯ থেকে গণসংক্রমণ ঠেকাতে শেষ পর্যন্ত সমস্ত ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  রাজ্য সরকারের নির্দেশ অনুসারে আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে জিলা প্রশাসন। তাছাড়া, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ঈদগাহ কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আগামী ঈদ-উ-জ্জোহার দিন জনসমাগম থেকে বিরত থাকতে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি আর্জি জানান হাইলাকান্দির জেলা উপায়ুক্ত মেঘা নিধি দাহাল। একই সঙ্গে  কোভিড-১৯ এর প্রোটকল অনুযায়ী তিনজনের অধিক ব্যাক্তির একসাথে কোন ধর্মীয় স্থানে উপাসনায়  সামিল না হওয়ার আহ্বানও জানান। ঈদ-উ-জ্জোহা উদযাপনে শান্তি সম্প্রীতি বজায় রেখে, ঘরে বসেই নামাজ আদায় করার আর্জি জানান উপায়ুক্ত মেঘা নিধি দাহাল।  সেইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবধরনের ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলেও জানান তিনি। তবে আগামী ৩০ ও ৩১ জুলাই আন্তঃজেলা যাতায়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি অন্য কোন ধরনের জমায়েতে জনসাধারণকে  সামিল না হওয়ার জন্যও সতর্কবার্তা প্রেরণ করা হয়। সবমিলিয়ে  গণসংক্রমণ ঠেকাতে ও জিলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কঠোর মনোনিবেশ রয়েছে জিলা প্রশাসনের বলে জিলা জনসংযোগ সূত্রে খবরটি প্রকাশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.