Header Ads

অতিমারি করোনায় আক্ৰান্ত মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী শিবরাজ সিং চৌহান

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৫ জুলাইঃ  এবার অতিমারি করোনায় আক্ৰান্ত হলেন মধ্যপ্ৰদেশের মুখ্যমন্ত্ৰী শিবরাজ সিং চৌহান। এই প্ৰথম দেশে কোনও মুখ্যমন্ত্ৰী অতিমারি করোনায় আক্ৰান্ত হলেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। সোয়াব নমুনা টেস্ট করার পর শনিবার সকালে রিপোৰ্ট পজিটিভ আসে। নিজের ট্যুইটার হ্যান্ডেলে একথা জানান তিনি।

 ছবি, সৌঃ আন্তৰ্জাল


 প্রথমে তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে চেয়েছিলেন। পরে ডাক্তারদের পরামৰ্শে তিনি হাসপাতালে ভৰ্তি হন। করোনার সংক্ৰমণ থেকে বাঁচতে রাজ্যবাসীকে আরও সতৰ্ক থাকার পরামৰ্শ দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.