Header Ads

গুয়াহাটির পর কাছার, যোরহাট, ডিব্রুগড় হটস্পট জোন, রাজ্যে করোনা ২৪ হাজার ছাড়িয়ে গেল, মৃত্য ৫৭ জনের


অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেল। গত ২৪ ঘন্টায় রাজ্যে ১০১৮ জন আক্রান্ত হয়েছে। গুয়াহাটিতে ৫৭৭ জন আক্রান্ত হয়েছে। ৫৭ জনের মৃত্যু হয়েছে। বিজেপি বিধায়ক অতুল বরা, নবনীতা সন্দিকৈ আক্রান্ত হয়েছেন। রাজভবনের ৭১ জন কর্মী আক্রান্ত হয়েছে। রাজভবনকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা  করা হয়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ ডাক্তার অভিজিৎ শর্মাও আক্রান্ত হয়েছেন। তাকে প্লাজমা দেওয়ায় এখন সুস্থ বলে জানা গেছে। গুয়াহাটির পর কাছার, ডিব্রুগড়, যোরহাট এবং কোকরাঝাড়কে হটস্পট জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঢেকিয়াজুলির এক বিয়ে পার্টির ২২ জন আক্রান্ত হয়েছে। আজ দ্বিতীয় জন পুলিশ কর্মী রাজেশ নার্জারীর মৃত্যু হয়েছে। আর আগে পল্টনবাজার থানার হাবিলদার হরেশ্বর নাথের মৃত্যু হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ এক বার্তায় বলেন, করোনা নির্মম, বেদনাদায়ক রোগ, তা থেকে যারা বেঁচে উঠেছেন তারা অন্যদের বাঁচাতে প্লাজমা দান করুন। একজন দু'জনকে বাঁচাতে পারে। যে সব করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের প্লাজমা দান করার আহবান জানান মন্ত্রী। তিনি ১০৪ হেল্প নম্বরে ফোন করে প্লাজমা দান করতে পারেন। আজ গুয়াহাটিতে লকডাউন শিথিল করা হলেও সারা শহরে শুধুই ভিড় আর ভিড় যানজট, কেউ নিয়ম মানেনি। সামাজিক দূরত্ব বজায় রাখা হয়নি। পুলিশ কড়া অ্যাকশন নিলেও কাজ হয়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.