Header Ads

আগেও বাঙালিদের স্বর্ণ যুগ ছিল

সম্পাদক, সমীপেষু
খুব সময়োপযোগী হয়েছে লেখা। বাঙালিদের স্বর্ণযুগ অবশ্য আরো একটু আগেও ছিলো। অসমের আন্দোলনের ঠিক পর প্রয়াত হিতেশ্বর শইকিয়ার আমলে প্রচুর বাঙালি বেকার যুবক-যুবতী সরকারি চাকরি পেয়েছিলো। বাঙালি অধ্যুষিত "হোজাই" (হোজাই, লামডিং, যমুনামুখ বিধানসভা এলাকা) মহকুমার মর্যাদা পেয়েছিল। আনোয়ারা তাইমুরের বিরোধিতার পরও (অর্থমন্ত্রী প্রয়াত মহম্মদ ইদ্রিস সমর্থন করেছিলেন মুক্তভাবে) তখন প্রয়াত সাধন রঞ্জন সরকার কেবিনেট মন্ত্রী ছিলেন ৬টি বিভাগের এবং লামডিংয়ের বিধায়ক ছিলেন প্রয়াত দেবেশ চক্রবর্তী ও যমুনামুখের বিধায়ক ছিলেন প্রয়াত ফরমান আলী)। হোজাইয়ের প্রথম SDO ছিলেন বাঙালি (প্রয়াত বি বি দত্ত চৌধুরী)।
ডা: বাবু মন্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ওনার আমলে হোজাইবাসীর বিশেষভাবে উল্লেখযোগ্য কোন  কিছু উপকার হয় নি। হোজাইয়ের ঐতিহ্যবাহী "গান্ধী ময়দান" নি:শেষ হয়ে গেলো, পুত্রকে ঠিকাদার বানানোর জন্য।
আমি ডা:বাবুকে পিতৃতুল্য হিসেবে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু ওনার কিছু কাজের আলোচনা না করে পারলাম না।
ভুল হলে ক্ষমা করবেন।
আমি যা লিখেছি তার সত্যাসত্য যাচাই করে নেবেন।
- সঞ্জিত সরকার, হোজাই

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.