Header Ads

জাতীয় শিক্ষানীতিতে বদল আনল কেন্দ্ৰ সরকার

 ছবি, সৌঃ ইন্টারনেট
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২৯ জুলাইঃ  দীৰ্ঘ ৩৪ বছর পর দেশে শিক্ষানীতিতে বদল এল। নয়া জাতীয় শিক্ষানীতি (ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০) ঘোষণা করল কেন্দ্ৰ সরকার। নয়া নীতিতে স্কুল ও কলেজে একগুচ্ছ সংস্কারমুখী প্ৰদক্ষেপ গ্ৰহণ করা হয়েছে। বুধবার দিল্লিকে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্ৰীয় মন্ত্ৰী প্ৰকাশ জাভরেকর জানান- প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর সভাপতিত্বে কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভার বৈঠকে নতুন জাতীয় শিক্ষা নীতি গৃহীত হয়েছে। বৰ্তমান সময়ের প্ৰয়োজনের কথা মাথায় রেখে নতুন শিক্ষানীতি প্ৰস্তুত করা হয়েছে। 

নয়া শিক্ষা নীতিতে কি কি গুরুত্বপূৰ্ণ বদল এসেছে দেখে নেওয়া যাক- ১) পঞ্চম শ্ৰেণি পৰ্যন্ত মাতৃভাষায় জোর, ২) স্কুলের পাঠ্যসূচি সংক্ষিপ্ত করে মূল বিষয় তুলে ধরা, ৩) ষ্ষ্ঠ শ্ৰেণি থেকে পাঠ্যসূচিতে অন্তৰ্ভূক্ত হতে চলেছে বৃত্তিমূলক পরীক্ষা,৪) মাৰ্কশিটে শুধুমাত্ৰ নম্বর ও পরিসংখ্যানের পরিবৰ্তে প্ৰাধান্য পাবে পড়য়াদের দক্ষতা, ৫) পড়ুয়াদের জ্ঞানের প্ৰয়োগিক দিকের ওপর ভিত্তি করে বোৰ্ডের পরীক্ষা নেওয়া হবে। ৬) এম ফিল কোৰ্স বন্ধ হতে চলেছে ৭) ল’ এবং মেডিক্যাল ছাড়া বাকি সব উচ্চশিক্ষা প্ৰতিষ্ঠান একটি নিয়ন্ত্ৰক সংস্থার ছাতার তলায় আসছে চলেছে, ৮) সরকারি ও বেসরকারি সব উচ্চশিক্ষা প্ৰতিষ্ঠানের জন্য অভিন্ন রেগুলেশন চালু হবে, ৯) যত দ্ৰুত সম্ভব শিক্ষাক্ষেত্ৰে জিডিপির ৬ শতাংশ লগ্নি করবে সরকার, ১০) যে কোনও অনুমোদনের ক্ষেত্ৰে পরিদৰ্শনের পরিবৰ্তে স্বচ্ছতা ভিত্তিক স্বঘোষিত  ব্যবস্থা চালু হতে চলেছে, ১১) আঞ্চলিক ভাষায় অনলাইন কোৰ্সে জোর, ১২) নিৰ্দিষ্ট সময়ের মধ্যে দেশে ১০০ শতাংশ স্বাক্ষরতার লক্ষ্য পূরণ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.