Header Ads

নতুন রেকর্ড : ১৬৭ বছরের ইতিহাসে এই প্রথম ২৫৩ বগির মালগাড়ি চালাল ভারতীয় রেল !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়
করোনার মধ্যে ভারতীয় রেল একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছে। কিছুদিন আগে সুপার অ্যানাকোন্ডা নামের ১৭৭ বগির মালগাড়ি ছোটানর পর এবার রেল আরেকটি নতুন পদক্ষেপ নিল। দক্ষিণ পূর্ব রেল বৃহস্পতিবার ২,৭৭৩ মিটার দীর্ঘ (প্রায় পৌনে তিন কিমি) মালগাড়ি চালাল।

রেলওয়ে এই মালগাড়ির নাম ‘শেষনাগ’ দিয়েছে। এই মালগাড়িতে ২৫৩ ট বগি আছে, ৯ টি ইঞ্জিন আর ৪ টি ভ্যান গার্ড আছে। এই ট্রেনে চারটি ইলেক্ট্রিক ইঞ্জিনও লাগানো হয়েছে। এই বিশেষ মালগাড়ির পরীক্ষা দক্ষিণ পূর্ব রেলের নাগপুর ডিভিশন করেছে। ভারতীয় রেলের ইতিহাসে প্রথমবার এতবড় মালগাড়ি ট্রাকে ছুটল।
এর আগে দক্ষিণ পূর্ব মধ্য রেল তিনটি মালগাড়ি জুড়ে দেশে প্রথমবার দুই কিমি দীর্ঘ মালগাড়ি চালানোর রেকর্ড করেছে। ‘সুপার অ্যানাকোন্ডা” নামের এই ট্রেন উড়িষ্যার লাজকুরা থেকে রাউরকেল্লার মধ্যে চালানো হয়। সুপার অ্যানাকোন্ডায় তিনটি মালগাড়িকে একসাথে যুক্ত করা হয়েছিল। এই ট্রেন রেকর্ড গতিতে নির্ধারিত সময়ের মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছা যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.