Header Ads

পরলোকে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক দিলীপ কুমার ভট্টাচার্য


বি.এম.শুক্লবৈদ্য,বিহাড়া : অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক তথা কাটিগড়া বিধানসভা এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি কর্মকর্তা দিলীপ কুমার ভট্টাচার্যের প্রয়াণে গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মাস কয়েক লিভার ক্যান্সারে ভোগার পর রবিবার সকাল সাড়ে সাতটায় তিনি পাইকান-দিগরখাল জিপির গোবিন্দনগরস্থিত বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত দিলীপ কুমার ভট্টাচার্য দিগরখাল এমই স্কুলের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। কৃতিত্বের সঙ্গে স্কুল কলেজের শিক্ষা গ্রহণের পর আইএএস উত্তীর্ণ হন। রাজ্য সরকারের বিভিন্ন পদে দ্বায়িত্ব পালনের পর বহিঃরাজ্যেও সুনামের সঙ্গে কাজ করেন। ২০০২ সালের ৩১ মার্চ অরুণাচল প্রদেশ সরকারের উচ্চপদস্থ আধিকারিকের পদে কাজ করে চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। দিলীপ কুমার ভট্টাচার্য অবসর গ্রহনের পর মাটির টানে গ্রামে ফিরে আসেন। বাড়িতে এসে বিভিন্ন সামাজিক কাজে জড়িয়ে পড়েন। এছাড়াও কালাইন মন্ডল বিজেপির সভাপতির দ্বায়িত্বও পালন করেন। পরবর্তী সময়ে কাছাড় জেলা বিজেপির কার্যকরী সদস্য হিসেবেও মনোনীত হয়েছিলেন। বিশেষ করে শিক্ষার প্রসার ও নেশার কবল থেকে যুব সমাজকে কিভাবে মুক্ত করা যায় এ নিয়ে সচেষ্ট ছিলেন প্রয়াত দিলীপ কুমার ভট্টাচার্য। ২০০৯-১০ সালে ছয় নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থার সংস্কারে দাবীতে কাটিগড়া সংগ্রামী ঐক্য মঞ্চের  আন্দোলনের সময় মূখ্য ভূমিকা পালন করেছিলেন দিলীপ কুমার ভট্টাচার্য। স্বচ্ছ ও স্বল্পভাষী ব্যক্তিত্বের জন্য সকলের সমীহের পাত্র ছিলেন তিনি। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ৭৮ বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ আত্মীয়-স্বজন। প্রয়াত দিলীপ কুমার ভট্টাচার্যের প্রয়াণে বিজেপি কর্মকর্তারা উনার বাড়িতে গিয়ে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এছাড়া গভীর শোক ব্যক্ত করে পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কাছাড় বিজেপি সভাপতি কৌশিক রাই, কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন, কাছাড় জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাভলী চক্রবর্তী, প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, কালাইন বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস, কর্মকর্তা ভুপেন্দ্র বৈষ্ণব, পাইকান দিগরখাল বিজেপি কর্মকর্তা জগবন্ধু ভট্টাচার্য, এপি সদস্য গৌতম বৈষ্ণব, প্রাক্তন এপি সদস্য কালাচাঁদ বৈষ্ণব, দিগরখাল হাইস্কুল ও এমই স্কুল কর্তৃপক্ষ, দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা এবং দিগরখাল যুবশক্তি ক্লাবের কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.