Header Ads

কুকুরের মাংস নিষিদ্ধ হল নাগাল্যাণ্ডে

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ৪ জুলাইঃ

নাগাল্যাণ্ড সরকার রাজ্যে কুকুরের মাংস কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করল। শুক্রবার নাগাল্যাণ্ডের মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত  নেওয়া হয়েছে ।

 ছবি, সৌঃ ইন্টারনেট
মন্ত্রীসভার বৈঠকের পর নাগাল্যাণ্ডের পরিষদীয় মন্ত্রী নেইবা ক্রনু জানিয়েছেন, কাঁচা বা রান্না করা কুকুরের মাংস ও কুকুরের বাণিজ্যিক আমদানি ও বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । কোভিড সংক্রমণ প্রতিরোধেই নাগাল্যাণ্ড সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান নেইবা ক্রনু । ১৯৬০ সালের পশু হত্যা প্রতিরোধ আইন প্রয়োগ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ।


তবে, শুধু কুকুরই নয় , বাণিজ্যিক কারণে শুয়োর আমদানিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নাগাল্যাণ্ড সরকার । সোয়ান ফ্লু যেভাবে ছড়াচ্ছে, তা ঠেকাতেই শুয়োর আমদানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
নাগাল্যাণ্ডের মুখ্যসচিব টেমজেন টয় টুইট করে জানিয়েছেন,  নাাাাগাল্যাণ্ড সরকার কুকুরের বাণিজ্যিক আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে । পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কাঁচা বা রান্না করা কুকুরের মাংস বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে রাজ্যে।


প্রেমীরা এই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.