পাঁচগ্ৰাম ও কালিনগরে গণসংক্রমণ বেড়েছে : আতঙ্কিত হাইলাকান্দি জিলা
সানি রায়, পাঁচগ্ৰাম : ফের গণসংক্রমণের প্রভাব পাঁচগ্ৰাম-কালিনগরে। দুইদিনে আক্রান্ত আরও ৫ জন। জানা যায়, কালিনগর সরোজিনী হাসপাতালের জনৈক ফার্মাসিস্ট কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার পর তার পরিবারের সদস্যদের লালারস সংগ্ৰহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার ফলাফলে জানা যায়, তার বয়স ১৫ এর কন্যা ও তার স্ত্রীও কোভিড পজিটিভ। তবে জানা গেছে, কোনো উপসর্গ ছাড়াই সপরিবারে পজিটিভ শনাক্ত হয়ে বর্তমানে আলগাপুর হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তারা।
এদিকে রবিবার সন্ধ্যায় বাঘমারা পলারপার এলাকার সুপ্রতিষ্ঠিত মাড়োয়াড়ি ধাবার এক কর্মচারী ননীগোপাল দাসগুপ্ত (৪০) কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন। সেইসঙ্গে পাঁচগ্ৰামের এক পুলিশ কর্মী আফজল হোসেন এবং উত্তর কাঞ্চনপুরের ২ বৎসরের একটি শিশুসন্তান কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার খবরে রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা আলগাপুর বিধানসভা অধীনস্থ এলাকায়।
হাইলাকান্দি জিলায় শিশু রোগীর চিকিৎসা প্রদান করার পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে সূত্র মতে প্রকাশ। এদিকে, উক্ত বাঘমারা পলারপারের মাড়োয়াড়ি ধাবাটিকে বর্তমানে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং ধাবার বাকি কর্মচারীদের লালারস সংগ্ৰহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে, বাঘমারা পলারপার এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন এই মাড়োয়াড়ি ধাবাটির বিরুদ্ধে নিয়মনীতি লঙ্ঘন করে চলার অভিযোগও রয়েছে বলে জানা গেছে। অবাধ চলাফেরা করার ফলস্বরূপ ধাবার কর্মচারীরা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এদিকে হাইলাকান্দি জিলায় গণসংক্রমণের হার সবচেয়ে দ্রুতগতিতে বাড়ার দৃশ্য পরিলক্ষিত হচ্ছে। তাই অবিলম্বে হাইলাকান্দি সিভিল হাসপাতালে আই.সি.ইউ তৎসঙ্গে ভেন্টিলেশনের ব্যবস্থা করে উক্ত জিলায় উন্নতমানের পরিকাঠামো গড়ে তুলতে দাবি করছেন জেলার সচেতন নাগরিকরা।
মোট কথা, সব মিলিয়ে প্রতিদিন জিলা সহ পাঁচগ্ৰাম এলাকায় কোভিড পজিটিভ শনাক্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কিন্তু আজও লাগাম টানতে ব্যর্থ প্রশাসন। নিত্যদিন অবাধ চলাফেরা সহ নিয়মনীতি ভঙ্গ করে বেপরোয়া ভাবে চলছে বাজার হাট। বিশেষকরে লকডাউন আর কারফিউকে মূল্যহীন বোধগম্যে পৌঁছে দিয়েছে একাংশ অসাধু ব্যবসায়ীরা এমনটাই অভিযোগ করছেন জিলার জনসাধারণ বলে সূত্রে প্রকাশ।
কোন মন্তব্য নেই