Header Ads

হাফলং শহরে সামাজিক দূরত্ব বাজায় না রেখেই চলছে ব্যবসা

বিপ্লব দেব, হাফলংঃ যে সময় সারা বিশ্বে অতিমারি করোনার প্ৰকোপ চলছে, ঠিক সেই সময় অসমের হাফলং শহরে সরকারের বেঁধে দেওয়া করোনার নীতি নিয়ম না মেনেই ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। লোকনাথ অটোমোবাইল নামের মোটর পাৰ্টসের দোকানের মালিক শ্যামল নন্দী নামের জনৈক এক ব্যবসায়ী সরকারের নীতি নিয়মের কোনও তোয়াক্কা না করে দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। করোনার আবহে তার দোকানে মেনে চলা হচ্ছে না কোনও ধরনের সামাজিক দূরত্বও। এমনকি দোকানের কৰ্মচারীরাও বিনা মাক্সেই গ্ৰাহকদের সঙ্গে ব্যবসা সংক্ৰান্ত লেনদেন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

জেলা প্ৰশাসনের দেওয়া নিৰ্দেশ মতে দোকানের সামনে রাখা হয়নি হাত ধোয়ার জন্য সাবান জল অথবা স্যানিটাইজারের মতো করোনা প্ৰতিরোধমূলক ব্যবস্থাও। সাংবাদিকরা এ ব্যপারে তাদের জিজ্ঞেস করতে গেলে সাংবাদিকদের সঙ্গেও দুৰ্ব্যবহার করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিমল দাস নামে এক কৰ্মী ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন। জনৈক ব্যবসায়ী সরকারের নিৰ্দেশ অমান্য করে ওই কৰ্মীকে বেতন না দিয়েই চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। ফলে আৰ্থিক সংকটে ভুগছেন ওই কৰ্মী ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.