স্বদেশী, স্বাবলম্বী ও শক্তিশালী ভারত : বিদ্যাভারতী অসম-এর ডিজিটাল স্বাক্ষর অভিযান
নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২ জুলাইঃ স্বদেশী আচার আচরণ, স্বাবলম্বী হওয়ার পথকে আপন করে এক সমৃদ্ধ এবং শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে ডিজিটাল স্বাক্ষর অভিযান শুরু করল বিদ্যাভারতী-র অন্তৰ্ভুক্ত শিশু শিক্ষা সমিতি অসম। সমিতির আঞ্চলিক কাৰ্যালয় থেকে এই অভিযান শুরু হয়, চলবে ৫ জুলাই পৰ্যন্ত।
বিদ্যাভারতী-র অখিল ভারতীয় সম্পাদক তথা পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সাংগঠনিক সম্পাদক ব্ৰহ্মাজি রাও, পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সহ-সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারি, শিশু শিক্ষা সমিতি অসম প্ৰদেশের সাংগঠনিক সম্পাদক হেমন্ত ধিং মজুমদার সমেত আরও অন্যান্য কার্যকৰ্তারা এই অভিযানে যোগ দিয়েছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে বিদ্যাভারতীর পূৰ্বোত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারি বলেন, শুধু স্বাক্ষর করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না, আমাদের দৈনন্দিন জীবনেও একে অভ্যাসে পরিণত করতে পারলে তবেই এই অভিযান সফল হবে।
এই অভিযানের উদ্যোক্তারা বলেছেন, এর জন্য প্ৰত্যেককে নিজের অ্যান্ড্ৰয়েড মোবাইল বা অন্য স্মাৰ্টফোনে https://joinswadeshi.com/form2/ লিংকে গিয়ে নিজের নাম, ই-মেল আইডি, ফোন নম্বর, দেশ, রাজ্য এবং জেলা, এই কয়টি তথ্য পূরণ করে SUBMIT বোতামে টিপলেই ফৰ্মটি জমা হয়ে যাবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, স্বদেশী জাগরণ মঞ্চ কয়েক দশক ধরে গোটা দেশে স্বদেশী জিনিসপত্ৰ সমেত দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব ক্ষেত্ৰেই স্বদেশী আচরণের প্ৰতি সমাজকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে অতিমারি করোনা, প্ৰতিবেশী দেশ চিনের আগ্ৰাসন নীতি সমস্ত দিক মাথায় রেখে স্বদেশী আচার আচরণকে আপন করার অভিযানকে আরও তীব্ৰ করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। স্বদেশ ভাবনায় নিয়োজিত অন্যান্য সংগঠনের মতো বিদ্যাভারতীও এই অভিযানে সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়েছে। বিদ্যাভারতীর কাৰ্যালয়ে সব কৰ্মকৰ্তারা নিজের মোবাইলে ডিজিট্যাল স্বাক্ষর করে অভিযান শুরু করেন।
বিদ্যাভারতী-র অখিল ভারতীয় সম্পাদক তথা পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সাংগঠনিক সম্পাদক ব্ৰহ্মাজি রাও, পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সহ-সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারি, শিশু শিক্ষা সমিতি অসম প্ৰদেশের সাংগঠনিক সম্পাদক হেমন্ত ধিং মজুমদার সমেত আরও অন্যান্য কার্যকৰ্তারা এই অভিযানে যোগ দিয়েছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে বিদ্যাভারতীর পূৰ্বোত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারি বলেন, শুধু স্বাক্ষর করলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না, আমাদের দৈনন্দিন জীবনেও একে অভ্যাসে পরিণত করতে পারলে তবেই এই অভিযান সফল হবে।
এই অভিযানের উদ্যোক্তারা বলেছেন, এর জন্য প্ৰত্যেককে নিজের অ্যান্ড্ৰয়েড মোবাইল বা অন্য স্মাৰ্টফোনে https://joinswadeshi.com/form2/ লিংকে গিয়ে নিজের নাম, ই-মেল আইডি, ফোন নম্বর, দেশ, রাজ্য এবং জেলা, এই কয়টি তথ্য পূরণ করে SUBMIT বোতামে টিপলেই ফৰ্মটি জমা হয়ে যাবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, স্বদেশী জাগরণ মঞ্চ কয়েক দশক ধরে গোটা দেশে স্বদেশী জিনিসপত্ৰ সমেত দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব ক্ষেত্ৰেই স্বদেশী আচরণের প্ৰতি সমাজকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে অতিমারি করোনা, প্ৰতিবেশী দেশ চিনের আগ্ৰাসন নীতি সমস্ত দিক মাথায় রেখে স্বদেশী আচার আচরণকে আপন করার অভিযানকে আরও তীব্ৰ করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। স্বদেশ ভাবনায় নিয়োজিত অন্যান্য সংগঠনের মতো বিদ্যাভারতীও এই অভিযানে সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়েছে। বিদ্যাভারতীর কাৰ্যালয়ে সব কৰ্মকৰ্তারা নিজের মোবাইলে ডিজিট্যাল স্বাক্ষর করে অভিযান শুরু করেন।
কোন মন্তব্য নেই