অসম ও পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের দাপাদাপি, কোচবিহার সহ অসমের মানকাচরে নেশাদ্রব্য ও প্রায় ৫ লক্ষ টাকার ১৫টি পশু সমেত আটক ৫
দক্ষিণ শালমারা, ১৪ জুলাইঃ ঈদ-উদ-জোহা-র দিন ঘনিয়ে আসছে। তাই করোনা কিংবা বন্যাও তাদের কাবু করতে পারছে না। বন্যাকে হাতিয়ার করে নিম্ন অসমের ধুবড়ি, দক্ষিণ শালমারা-মানকাচর জেলার পাশাপাশি পাৰ্শ্ববৰ্তী রাজ্য পশ্চিমবঙ্গের কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে মরিয়া হয়ে উঠেছে গবাদি পশু, নেশা জাতীয় সামগ্ৰী পাচারকারীরা।
নিম্ন অসমের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫টি গরু-মোষ সমেত ৪ পাচারকারীকে আটক করেছেন শিশুমারা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। গরু-মোষগুলির মূল্য প্ৰায় ৫ লক্ষ টাকা। পরে বাজেয়াপ্তকৃত গবাদি পশু সমেত ধৃতদের পুলিশের হাতে সমঝে দিয়েছে দক্ষিণ শালমারা থানার হাতে সমঝে দিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ।
নিম্ন অসমের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫টি গরু-মোষ সমেত ৪ পাচারকারীকে আটক করেছেন শিশুমারা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা। গরু-মোষগুলির মূল্য প্ৰায় ৫ লক্ষ টাকা। পরে বাজেয়াপ্তকৃত গবাদি পশু সমেত ধৃতদের পুলিশের হাতে সমঝে দিয়েছে দক্ষিণ শালমারা থানার হাতে সমঝে দিয়েছেন বিএসএফ কর্তৃপক্ষ।
অন্যদিকে পাৰ্শ্ববৰ্তী রাজ্য পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়ও বেশ কয়েকটি জায়গায় বিএসএফ-এর জওয়ানরা অভিযান চালিয়ে গরু, বিপুল পরিমাণে গাঁজা, নেশা জাতীয় সামগ্ৰী সমেত একজনকে আটক করেছেন। পরে তাকেও পুলিশের হাতে সমঝে দিয়েছে বিএসএফ।
উল্লেখ্য, খারুয়াবান্ধা থানা এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ১০৪৯-৩ এস সীমান্ত পোস্টের কাছে মঙ্গলবার ভোর প্ৰায় ৫-টা নাগাদ আন্তৰ্জাতিক চোরাকারবারির এক দল বাংলাদেশে গরু পাচার করছিল। সে সময় টহলদারির দায়িত্বপ্রাপ্ত ৬ নম্বর বিএসএফ জওয়ানদের তা চোখে পড়ে। তার পরই ৪ পাচারকারীকে আটক করে। তাদের হেফাজত থেকে ৬-টি গরু এবং ৯-টি মোষ উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা। ধৃতদের নাম যথাক্ৰমে মোক্তার হুসেন (৩২), আখতার আলি (৩৫), সফিকুল ইসলাম (২৯) এবং মহিজুদ্দিন ব্যাপারি (২৭)।
এদিকে গতকাল সোমবারও সুখচর থানা এলাকার পুরণি দেওয়ানের আলগা এবং মহামায়া চর বিএসএফ ক্যাম্প এলাকার জওয়ানরা ৪ গরু পাচারকারীকে আটক করে পুলিশের হাতে সমঝে দিয়েছেন। সুখচর পুলিশ ধৃতদের গ্ৰেফতার করে মঙ্গলবার হাটশিঙিমারি মহকুমা বিচার বিভাগীয় আদালতে পেশ করে। আদালত তাদের ধুবড়ি জেলে পাঠিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, সোমবার ভোর রাত প্ৰায় পৌনে চারটে নাগাদ পশ্চিমবঙ্গের দিনহাটা থানা এলাকার অধীনে গীতালদাহ এবং দারিবাস বিএসএফ ক্যাম্প এলাকা থেকে বিএসএফ জওয়ানরা একজনকে ৫১ কেজি গাঁজা এবং ৮৭৫টি ফেন্সিডিলের শিশি সমেত আটক করেছে। ধৃতের কাছ থেকে ৬ টি গরুও বাজেয়াপ্ত করেছেন জওয়ানরা। ধৃতকে দিনহাটা থানার জুরিধারলা গ্ৰামের কাসুয়া শেখের ছেলে সাইদুল হক (২৬) বলে পরিচয় পাওয়া গেছে। বিএসএফ দেখে সাইদুলের সঙ্গীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে।
বিগত দুদিনের মধ্যে কোচবিহারে বিএসএফ সর্বমোট এক গরু পাচারকারী, ৬৬ কেজি গাঁজা, ৬-টি গরু এবং ৮৭৫টি ফেন্সিডিলের শিশি বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে।
সৌজন্যে হিন্দুস্থান সমাচার
কোন মন্তব্য নেই