Header Ads

করোনা রোগীদের নিয়ে তামাসা চলছে, নেগেটিভকে পজিটিভ করার ব্যবসা চলার অভিযোগ

নয়া ঠাহর, গুয়াহাটি : কয়লা, সুপারি, পান, মাছ সিন্ডিকেটের মত এবার কোভিড সিন্ডিকেট চলেছে বলে অভিযোগের পাশাপাশি করোনা রুগীদের একবার নেগেটিভ, একবার পজিটিভ করা হচ্ছে। নেগেটিভ রুগীকে পজিটিভ রুগীর পাশের বেড়ে থাকতে বাধ্য করা হচ্ছে। কয়রেন্টিন সেন্টারে আস্বাস্থকর টয়লেট, বিছানাপত্র পরিষ্কার নেই প্রভৃতি অভিযোগ আসার পরও স্বাস্থ্যবিভাগ কোনো জবাব দিচ্ছে না। আজ গুয়াহাটি ওদালবাকরার বধূ অনিন্দিতা রায়ের এক ভিডিও রাজ্যে ভাইরাল হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর গোচরে দেওয়া হয়েছে। সে স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলেন, গত ১৬ জুলাই সাবিত্রী ভড়ালি টেস্টিং সেন্টারে টেস্ট করার পর তার নেগেটিভ আর স্বামীর পজিটিভ ধরা পড়ে। তার পরেও তাকে খানাপাড়া কয়রেন্টিন সেন্টারে নিয়ে পজিটিভ রোগীদের সঙ্গে সাতদিন ধরে রাখা হয়। সেখানে টয়লেট অস্বাস্থ্যকর, সাফ করা হয় না। তিনি প্রশ্ন তুলেছেন, তার শরীরে পজিটিভ ধরা পড়লে কে দায়ী হবেন?
পাণ্ডু-মালিগাঁও অঞ্চলের আনন্দনগরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী গোবিন্দ চক্রবর্তী ৭-৮ বছর ধরে কিডনি সহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। ৭০ বছরের এই বৃদ্ধকে গত ১১ জুলাই সওয়াব পরীক্ষা করা হয়। তিনি চলতে ফিরতে পারতেন না। গুরুতর  অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। সে যে করোনা পজিটিভ রোগী তার প্রমাণ পাড়া পড়শী পায়নি। পাড়া পড়শীর অভিযোগ,  স্বাস্থ্য বিভাগের অতি সক্রিয়তা ও আতংকের পরিবেশ সৃষ্টি করার জন্য গুরুতর কিডনি রুগী  হার্টফেল করে মারা যান সোমবার নিজের বাড়িতে। মৃত্যুর সঙ্গে সঙ্গে আনন্দ নগরে এক ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে আনন্দনগরবাসীর অভিযোগ। কিন্তু কে শোনে কার অভিযোগ? তার মৃতদেহ জি এম সি-তে  পাঠানো হয়। নেগেটিভ রুগীকে পজিটিভ করে দেখানোর প্রতিযোগিতা চলেছে। হোম আইসোলেনে থাকা প্রথম করোনা রুগীর বলি কি পাণ্ডুর গোবিন্দ চক্রবর্তী? এই প্রশ্ন পাণ্ডুবাসীর। অসম পাবলিক ওয়ার্কস-এর সভাপতি অভিজিৎ শর্মা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, কোভিড সিন্ডিকেটের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। গুয়াহাটির পর যোরহাট, নগাঁওয়ে সংক্রমণ বেড়েই চলেছে। মোট ৬০ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৩০ জন গুয়াহাটির। গুয়াহাটিতে লকডাউন শিথিল করার সুযোগ নিয়ে মানুষ আর বাড়িতে থাকছে না। গাড়ি মোটর ভিড় যানজট অব্যাহত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.