Header Ads

অসমের বন্যা সমস্যাকে জাতীয় সমস্যা হিসাবে গণ‍্য করার জন্যে মুখ্যমন্ত্রী চেষ্টা চালাবেন

অমল গুপ্ত, গুয়াহাটি : অসমে দ্বিতীয় দফায় প্রলয়ঙ্কারী বন্যার ফলে ৩৩টি জেলা প্লাবিত হয়েছে। ৫৫ থেকে ৬০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৫ জনের মৃত্যু হয়েছে। লক্ষ লক্ষ কৃষি জমি ডুবে গেছে। হাজার হাজার বন্যাদুর্গত মানুষ ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। প্রতিবছর কোটি কোটি টাকার জীবন সম্পত্তি ধ্বংস হলেও পূর্বতন সরকার ও বর্তমান সরকার বন্যা সমস্যাকে জাতীয় সমস্যা হিসাবে স্বীকৃতি দিতে রাজি হয়নি। অসম বিধানসভায় বহুবার এই দাবি উঠেছে। বিজেপি সরকার মাস তিনেক আগে জানিয়ে দেয় অসমের বন্যা সমস্যাকে জাতীয় বিপর্যয় বলা যাবে না। অথচ মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ চিরাং ও বঙাইগাঁও জেলার বন্যা দুর্গত অঞ্চল সফর করে বলেন, প্রধানমন্ত্রী অসমের বন্যা সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বন্যা সমস্যাকে জাতীয় সমস্যা হিসাবে যাতে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেয় তার চেষ্টা চালানো হচ্ছে। প্রদেশ 
কংগ্রেস সভাপতি রিপুন বরা আজ  নিম্ন অসমের বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন করার সময় বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন ২৮৮ টি বিধ্বস্ত বাঁধ এপ্রিল মাসের মধ্যে মেরামত করা হবে। তা হল না। রাজ্যের ৪৫৫টি বাঁধের অবস্থা বিপদজনক। কেন্দ্রীয় সরকার ব্রহ্মপুত্র নদের সার্ভের জন্যে ১০০ কোটি, পরে ৪০০ কোটি দেবার প্রতিশ্রুতি রক্ষা করেনি। ২০১৬ সালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গারগড়ি আশ্বাস দিয়েছিলেন ১ লক্ষ কোটি টাকা খরচ করে ব্রহ্মপুত্র খনন করে নদের দুপাশে রাস্তা গড়া হবে। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া বলেন, বিজেপি সরকার ২০১৪ সাল থেকে আশ্বাস দিয়ে আসছে অসমের বন্যা সমস্যাকে জাতীয় সমস্যা হিসাবে গণ‍্য করা হবে এবং ১ লক্ষ কোটি  টাকা ব্যয় করে ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করে দুই পারে পাকা রাস্তা তৈরি করা হবে। কিছুই করেনি। প্রাকৃতিক দুর্যোগ প্রশমনের জন্য বরাদ্দকৃত টাকাও কেন্দ্রীয় সরকার পুরাটা দেয়নি। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অভিযোগ করেন, এই বন্যায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু গরিব মানুষ ত্রাণ সাহায্য পাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.