Header Ads

শিলংয়ে ২৬ জুলাই মধ্যরাত থেকে ২৯ জুলাই মধ্যরাত অবধি লকডাউন

ননী গোপাল ঘোষ -- ২৪ জুলাই -- শিলং
২৬ জুলাই মধ্যরাত থেকে ২৯ জুলাই মধ্যরাত অবধি শিলঙে  লকডাউন ঘোষণা করল মেঘালয় সরকার । রাজ্যে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে কনরাড সরকার ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল


রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টাইনসং জানিয়েছেন, সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে, পরিস্থিতি তেমন হলে লকডাউন বাড়ানো হতে পারে ।

শিলঙের কিছু এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবেও ঘোষণা করেছে সরকার । এলাকাগুলি হল শহরের -- মাউভা , ঝালুপাড়া , বারপাথর  , মাউলাই উমসিং , আপার মউপ্রেম, মাউলাই উমজাইজুর , নংগ্রিম হিলস , লাইটোমুখরা  ( নাজারেথ এলাকা )  ও গল্ফ লিংকস  ( খেলেই স্নং এলাকা )।

বৃহস্পতিবার করোনা আক্রান্ত  হয়ে শিলঙে ৬৭ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে ।

বর্তমানে রাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে। ৮৭  জন সুস্থ হয়ে উঠেছেন । মৃত্যুর সংখ্যা পাঁচ। রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলাতেই আক্রান্তের সংখ্যা  সবচেয়ে বেশি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.