Header Ads

মায়ানমারে জেড পাথরের খনিতে ভয়াবহ ধস, মৃত দেড় শতাধিক শ্রমিক

নয়া ঠাহর ওয়েব ডেস্ক, ২ জুলাইঃ
মায়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় বৃহস্পতিবার জেড পাথরের খনিতে ভয়াবহ ধসের জেরে প্রাণ হারালেন অন্তত ১৬০ জন শ্রমিক । খনির ভেতরে আটকে আছেন  আরও শ্রমিক । উদ্ধারকাজ চালু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে মায়ানমারের সরকারি ফায়ার সার্ভিস ও তথ্য দফতর ।



মায়ানমারের ফায়ার সার্ভিস দফতরের মতে , টানা বৃষ্টির জেরে খনির ভেতরে কাদা - জল ঢুকে যাওয়ার ফলে মাটি  নরম হয়ে যায় । এর ফলেই ধস নামে।


গত বছরই মায়ানমারের একটি খনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ ।

জেড পাথর বিশ্ববিখ্যাত । বিশেষ করে মায়ানমারের জেড পাথরের চাহিদা বিশ্ব জুড়েই রয়েছে। মূলত অলঙ্কার তৈরিতে সবুজ রঙের  স্বচ্ছ এই পাথর ব্যবহার করা হয় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.