Header Ads

করিমগঞ্জের ক্রিকেট আড্ডায় বাংলাদেশের তারকা

জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : সম্প্রতি করিমগঞ্জের কয়েকজন ক্রিকেট প্রেমী করিমগঞ্জ সহ বরাক উপত্যকার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে ও ক্রিকেট অঙ্গনে মহিলাদের প্রচার করার লক্ষ্যে "ক্রিকেট করিমগঞ্জ" নামের একটি ফেসবুক পেজ খুলেছেন। এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার তাদের এই ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত 
ছিলেন বাংলাদেশের কিংবদন্তী ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এবং গতকাল এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম স্পিনার আব্দুর রাজ্জাক। এই পেজের সদস্য রূপজ্যোতি দাস, পার্থ দাস ও শুভ্র দাস রা আমাদের জানান যে, তাদের মূল উদ্দেশ্য হল, বর্তমান তরুণ প্রজন্মকে এই ক্রিকেট খেলার প্রতি অনুপ্রাণিত করা 
এবং সেইসঙ্গে করিমগঞ্জ সহ বরাকের প্রবীণ ক্রিকেট খেলোয়াড়দের অবদানের বিষয়ে অবগত করা। তাছাড়া, এই পেজটি খুলতে গিয়ে যারা নিরলস পরিশ্রম করেছেন বিশেষকরে প্রীতম দাস, আবু নেছিম আহমেদ, রাহুল সিং, ধীরাজ গোস্বামীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা। এবং এই পেজের সঙ্গে ওতোপ্রত ভাবে জড়িয়ে থাকা মহিলা সদস্য মনিকা দাসকে ও 
তারা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাদের এই সরাসরি সম্প্রচার অনুষ্ঠানটি অনেক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাদের এই প্রয়াসকে আগামীতে চালিয়ে যাওয়ার জন্য প্রেরণা জুগিয়েছেন। এরজন্য তারা তাদের এই "ক্রিকেট করিমগঞ্জ" ফেসবুক পেজের পক্ষ থেকে সকল দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 
এবং তাদের এই নতুন প্রয়াস তথা কার্যকলাপকে সমর্থন করার জন্য করিমগঞ্জ সহ বরাকের  সকল ক্রিকেট প্রেমীদের সার্বিকস্তরে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসঙ্গে আগামীতে ক্রিকেট নিয়ে আরোও বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার ও পরিকল্পনা তাদের রয়েছে বলে জানান " ক্রিকেট করিমগঞ্জ" ফেসবুক পেজের সদস্য রূপজ্যোতি দাস, শুভ্র দাস, পার্থ দাস সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.