Header Ads

আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি, ৭৪.৫৯ শতাংশ, মুখ্যমন্ত্রীর সন্তোষ প্রকাশ


অমল গুপ্ত, গুয়াহাটি : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালেও রাজ্যে সুস্থ হয়ে উঠার সংখ্যা সন্তোষজনক। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল আজ নগাঁওয়ে এই আশার কথা শুনিয়ে বলেন, অসমের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। তিনি মাস্ক পড়া ও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ জি এম সি-তে এক আলোচনা চক্রে বলেন, আগামী আগস্টের মধ্যে রাজ্যে ৩০ হাজার আক্রান্তের সংখ্যা ছাড়াবে।  তার আগের হিসাব মিলে যাচ্ছে। তিনি কেন্দ্রীয় সরকারের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, আগস্টের মধ্যে ৬৫ হাজার আক্রান্তের সংখ্যা দাঁড়াবে।আজ পর্যন্ত ৩২ হাজার দাঁড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২১ দিনের লকডাউনের ফলে মানুষ সাময়িক স্বস্তি পেয়েছে। একেবারে কমে গেছে বলা যাবে না। তিনি জানান, গুয়াহাটিতে ১০ হাজার বেড রেডি করা হচ্ছে। ৯০ টি স্কিনিং সেন্টার হবে। গুয়াহাটিতে এপর্যন্ত ২ লক্ষকে টেস্টিং করা হয়েছে। আজ করোনা আক্রান্ত হয়ে কার্বি আংলঙের ডি এফ ও জয় সিং বে এবং ডিব্রুগড় মেডিকেল কলেজের এক ডাক্তার মারা গেছেন। রাজ্যে ১১৭৮ জন পুলিশ আক্রান্ত হয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.